বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

১৪৭ যাত্রী নিয়ে মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা মার্কিন বিমানের

  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩
মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমানের। এতে ওই বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় বিমানটি কিউবার রাজধানী হাভানায় জরুরি অবতরণ করে।জানা গেছে, বিমানটির গন্তব্য ছিল কিউবার রাজধানী হাভানা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল।

কিউবার কর্তৃপক্ষ জানিয়েছে, হাভানা থেকে বিমানটি উড্ডয়নের পরই পাখির সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা যায়। এ অবস্থায় সেটি জরুরি অবতরণের জন্য হাভানায় ফিরে আসে।

সাউথওয়েস্ট এয়ারলাইনস ও কিউবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির কেবিনে ধোঁয়া ঢুকে পড়েছিল। তবে এ ঘটনায় কেউ আহত হননি।এক বিবৃতিতে সাউথওয়েস্ট এয়ারলাইনস জানিয়েছে, বোয়িং ৭৩৭ ফ্লাইটটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। আর ক্রু ছিলেন ছয়জন।

বিমানবন্দর থেকে আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির একটি ইঞ্জিন ও ডগার সঙ্গে পাখির ধাক্কা লাগে বলে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস।বিবৃতিতে আরও বলা হয়, পাখির সঙ্গে ধাক্কার পর বিমানটিকে নিরাপদে হাভানায় ফিরিয়ে আনেন পাইলটরা। কেবিনে ধোঁয়া ঢুকে যাওয়ায় জরুরি অবতরণের পর বিমান থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।যাত্রীদের আরেকটি ফ্লাইটে ফোর্ট লডারডেলে পাঠানো হবে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস।

এদিকে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কিউবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, ফক্স৩৫

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com