বাংলাদেশ থেকে হজযাত্রীরা হজের খরচের বাইরে ১ হাজার ২০০ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পাঠিয়েছে ব্যাংকগুলোতে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রত্যেক হজযাত্রী হজের মোট খরচ ছাড়াও ১ হাজার ২০০ ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন।
তবে, হজযাত্রীদের জন্য ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে প্রচলিত নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের ব্যয়ের জন্য যথাযথ আর্থিক বিধিবিধান অনুসরণ করে ন্যূনতম ৪ লাখ ৪৩ হাজার ৫২৯ টাকা (১৫ হাজার ৬২২ সৌদি রিয়াল) জমা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থার আইবিএএনের মাধ্যমে সৌদি আরবে পাঠানো হয়েছে।
বাংলাদেশ থেকে এ বছর মোট ১ লাখ ২৭ হাজার মানুষ হজ করতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।