শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

১১ দিনে বাংলাদেশিসহ ১০০ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া

  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪

নতুন বছরের শুরু থেকে আটটি আলাদা অভিযানে বিভিন্ন দেশের ১০০ জন নাগরিককে তাদের নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে বলে জানিয়েছে আইজিআই। রোমানিয়ার আইনশৃঙ্খলা বাহিনী নিজস্ব এস্কর্ট দিয়ে বহিষ্কারাদেশ কার্যকর করেছে।

প্রথম অভিযানে ৩ জানুয়ারি ৬ জন শ্রীলঙ্কান এবং ৬ জন নেপালি অভিবাসীকে ফেরত পাঠানো হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ৫ জানুয়ারি। ওই দিন আরাদ ও অতোপেনি সীমান্তের একটি কেন্দ্র থেকে ৯ জনকে প্লেনে করে ফেরত পাঠানো হয়।

পরদিন ৬ জানুয়ারি রোমানিয়া ছাড়ার নোটিশ পাওয়া একজন তুর্কি নাগরিকের বহিষ্কার বাস্তবায়ন করে বুখারেস্ট।

আইজিআই আরেকটি বিবৃতিতে জানায়, রোববার (৭ জানুয়ারি) বিভিন্ন দেশের ১৮ জন নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

একই দিন, বাংলাদেশ ও মরক্কোর ১৮ জন নাগরিককে ঢাকা ও রাবাতে বহিষ্কার করে রোমানিয়া সীমান্ত পুলিশ।

অপরদিকে, ৮ জানুয়ারি ও ১০ জানুয়ারি দুটি অভিযানে মোট ৩৭ জন অনিয়মিত অভিবাসীকে রোমানিয়াকে থেকে বহিষ্কারের তথ্য দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

সবশেষ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ৫ জন ভারতীয় অভিবাসীকে নয়াদিল্লিতে ফেরত পাঠায় রোমানিয়া কর্তৃপক্ষ। তাদের হাঙ্গেরি সীমান্ত থেকে আটক করা হয়েছিল।

অন্য একটি সংবাদ বিজ্ঞপ্তিতে রোমানিয়ার অভিবাসন দপ্তর নিশ্চিত করেছে, ২০২৩ সালের ডিসেম্বরে মোট ৬৪ জন অভিবাসীকে এস্কর্ট দিয়ে নিজ দেশ বহিষ্কার করা হয়েছে। এসব ব্যক্তিদের মধ্যে ২২ জন শ্রীলঙ্কান এবং ২১ জন নেপালি ছিলেন। বাকিরা অন্য দেশ থেকে আসা অভিবাসী।

গত বছরের ৩১ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল শেঙ্গেন জোনে প্রবেশের অনুমতি পেয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। ইইউর শর্ত পূরণে রোমানিয়া থেকে বেআইনি উপায়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটক অব্যাহত রেখেছে বুখারেস্ট।

সূত্র : ইনফো মাইগ্রেন্টস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com