১০ কেবিন ক্রু মেম্বারকে সাসপেন্ড করে দিল এয়ার ইন্ডিয়া। কিন্তু কেন? এয়ার ইন্ডিয়ার সংশোধিত নীতি নিয়ে বাকি ক্রু মেম্বারদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে এই দশ জনের বিরুদ্ধে।
প্রসঙ্গত, ১ ডিসেম্বর থেকে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সে সংশোধিত নীতি লাঘু হতে চলেছে। এই নীতি অনুযায়ী উড়ানের সময় বিশ্রামের জন্য যে কামরাগুলি রাখা হয়, সেগুলি ঘুরিয়ে ফিরিয়ে সকল কেবিন ক্রু মেম্বারদের ব্যবহার করার কথা বলা হয়েছে। এই নীতি নিয়েই যাবতীয় সমস্যার শুরু। অল ইন্ডিয়া কেবিন ক্রু অ্যাসোসিয়েশনের তরফে এই নীতির তীব্র বিরোধিতা করা হয়েছে। এই নীতিকে অবৈধ বলে দাবি করা হয়েছে। গোটা বিষয়টিকে শ্রম মন্ত্রকের নজরেও এনেছে তারা।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকেও চিঠি দিয়ে এই নীতির বিরোধিতা করা হয়েছে। প্রসঙ্গত, ক্ষতির মুখে চলা এয়ার ইন্ডিয়াকে ২০২২ সালে অধিগ্রহণ করে টাটা গ্রুপ। এদিকে, এয়ার ইন্ডিয়া ও ভিস্তারায় এই মুহূর্তে কর্মী সংখ্যা প্রায় ২৫ হাজার। তার মধ্যে অন্তত ১২ হাজার কেবিন ক্রু সদস্য।
সংশোধিত নীতি অনুয়ায়ী ১ ডিসেম্বর থেকে কেবিন এক্সিকিউটিভ ও সঞ্চালক ছাড়া প্রত্যেকেকে উড়ানে কামরা শেয়ার করতে হবে। যেখানে কেবিন ক্রু মেম্বারদের একটিই রুম থাকবে। ঘুরিয়েফিরিয়ে তা ব্যবহার করতে হবে। পাইলটদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই নীতিই মানতে পারেনি কেবিন ক্রু সদস্যরা। রীতিমতো বিরোধিতা করায় ১০ জনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে।