শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

১০০ বছরের পুরনো নৌকার হাট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
হাওর অঞ্চলের কোথাও কোথাও বলা হয়, ‘বর্ষায় নাও, শুকনায় পাও’। অর্থাৎ বর্ষাকালে নৌকা ছাড়া গতি নেই। শুকনায় পায়ে হেঁটে চলাচল করতে হয়। পথঘাট, সেতু হয়ে হাওর অঞ্চলের যোগাযোগের পুরনো ছবিটা অনেকটা পাল্টে গেলেও নৌকার ঐতিহ্য তেমন পাল্টায়নি।

বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বর্ষাকালে চলাচলের প্রধান মাধ্যম এখনো নানা ধরনের নৌযানই।বর্ষা আসায় সুনামগঞ্জের হাওরে এখন চারদিকে থইথই পানি। এ কারণে জমে উঠেছে মধ্যনগর উপজেলার শতবর্ষী নৌকার বাজার। বৃহত্তর হাওর অঞ্চলের মতোই এ এলাকার বেশির ভাগ মানুষের জীবন-জীবিকার অপরিহার্য অনুষঙ্গ নৌকা।

হাওর অঞ্চলের সুপরিচিত এ নৌকার হাটকে স্থানীয়রা ‘নাওমহল’ বলে থাকে। এখানে ওঠা নৌকার মধ্যে রয়েছে খিলুয়া, কুশি, সরঙ্গা, চাচতলী, চডানাউ, বারকিসহ নানা ধরনের ছোট-বড় নৌযান। বর্ষাকালে এই নৌকা দিয়ে হাওরের মানুষ মাছ ধরা, গরুর খাবার সংগ্রহ, যাত্রী পরিবহন করাসহ নানা কাজ করে থাকে। প্রয়োজন হয় প্রচুর নৌকা।

আর সে জন্য সবার গন্তব্য মধ্যনগরের হাট। ইজারাদারের কথা অনুযায়ী, প্রতিবছর এই হাটে মধ্যনগর উপজেলা ছাড়াও পাশের উপজেলা তাহিরপুর, ধর্মপাশা ও নেত্রকোনা জেলার কলমাকান্দা, বারহাট্টা উপজেলাসহ দূর-দূরান্ত থেকে লোকজন আসে নৌকা কিনতে।মধ্যনগর হাটে নৌকা আসে এই উপজেলার চামরদানী, মাকরদি ও তাহিরপুর উপজেলার উত্তিয়ারগাঁও গ্রাম থেকে। সেখানকার কারিগররা এসব নৌকা তৈরি করেন। সবচেয়ে বেশি নৌকা সরবরাহ করেন চামরদানী গ্রামের কারিগররা।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা গ্রাম থেকে আসে ‘কুশি’ নৌকা। তাহিরপুরের উত্তিয়ারগাঁও থেকে আসে ‘বারকী’ নৌকা। আকারভেদে মাছ ধরার ছোট নৌকা পাঁচ-সাত হাজার টাকা ও ইঞ্জিনচালিত বড় নৌকাগুলো ২০ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় লেখক গবেষক চিত্তরঞ্জন তালুকদার বলেন, মধ্যনগর বাজারটির পত্তন হয়েছিল প্রায় পৌনে দুই শ বছর আগে। প্রথমে এই বাজারের মাঝখানে একটি ভিটি করে সেখানে জেলেরা মাছ বিক্রি করতেন। এ ছাড়া গোয়ালারা বেচতেন দই-চিড়া-মুড়ি। বর্ষাকালে সুনামগঞ্জ জেলার সবচেয়ে বড় নৌকার হাট এটিই। নৌকার হাটটি শুরু হয় বাজারের বেশ পরে। এটি শখানেক বছর আগে গড়ে উঠেছিল বলে ধারণা করা হয়।

স্থানীয় বর্ষীয়ান বাসিন্দা উপানন্দ  সরকার বললেন, আনুমানিক ১৯২০-১৯২২ সালের দিকে সর্বপ্রথম মধ্যনগরে নৌকার হাট বসে। সপ্তাহের প্রতি শনিবার হাটের দিন বাজারে দু-তিন শর বেশি নৌকা বিক্রির জন্য ওঠে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনাবেচা চলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com