বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে দশম গ্রেডে সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স পদে ২ হাজার ৪২২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। আগ্রহীদের অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম ও সংখ্যা: সিনিয়র স্টাফ নার্স পদে ২ হাজার ৩৬৭ জন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরে ৫৫ জন ডিপ্লোমা নার্স নেওয়া হবে।
যোগ্যতা:
সিনিয়র স্টাফ নার্স: আবেদনের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা-ইন-নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে।
বয়সসীমা: আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
ডিপ্লোমা নার্স: আবেদনের জন্য কোনো ইনস্টিটিউট থেকে নার্সিং ডিপ্লোমা সনদ থাকতে হবে।
বেতন: ১৬,০০০- ৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।
আবেদন ফি: ৫০০/- টাকা।
আবেদনের শেষ সময়: ৭ মার্চ, ২০২৩।
বিস্তারিত জানতে ক্লিক করুন এইখানে।