হোটেল সোনারগাঁও ঢাকা রাজধানীর প্রান কেন্দ্র কারওয়ান বাজার এলাকায় হাতিরঝিল সংলগ্ন ৮ একর জমির ওপর অবস্থিত। ঐতিহাসিক দৃষ্টিনন্দন পাঁচ তারকা মানের এই হোটেলটি দেশের অন্যতম প্রাচীন একটি নিদর্শন। বাংলাদেশ সরকারের মালিকানার এই হোটেলটি পরিচালনা করে প্যান প্যাসিফিক হোটেলস অ্যান্ড রিসোর্টস নামের একটি বহুজাতিক প্রতিষ্ঠান।
বাংলাদেশ সরকার ১৯৭৭ সালের ২৫ জুন হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানী প্রতিষ্ঠা করে উদ্দেশ্য ঢাকায় একটি পাঁচ তারকা মানের হোটেল নির্মাণ। তারই প্রেক্ষিতে হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসাবে ১৯৮১ সালে যাত্রা শুরু করে হোটেল সোনারগাঁও ঢাকা।
পাঁচ তারকা হোটেল নির্মাণ প্রকল্পে অর্থায়ন করে যৗথভাবে ওভারসিজ ইকোনমিক কো-অপারেশন ফান্ড (বর্তমান নামঃ জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন) এবং বাংলাদেশ সরকার। সেই সময়ে পাঁচ তারকা মানের হোটেল পরিচালনার জন্য প্রয়োজনীয় লোকবল দেশে না থাকায় ’প্যান প্যাসিফিক হোটেলস অ্যান্ড রিসোর্টসকে’ দায়িত্ব দেওয়া হয় সোনারগাঁও হোটেল ঢাকা পরিচালনার জন্য, আর এরই প্রেক্ষিতে নামকরন হয়ে যায় প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও ঢাকা।
হোটেল সোনারগাঁও ঢাকা -এর বিভিন্ন ক্যটাগরিতে মোট ৩০৪ টি শীতাতপ নিয়ন্ত্রীত কক্ষ আছে। এছাড়া অতিথীদের জন্য রয়েছে হেলথ ক্লাবে স্বয়ং সম্পূর্ণ ব্যায়ামাগার, মেসেজ ট্রিটমেন্টসহ স্যোনা এবং ষ্টীম রুম। রয়েছে টেনিস কোর্ট, সুইমিং পুল এবং স্কোয়াশ কোর্ট। হেলথ ক্লাবে শিশু এবং বয়স্কদের জন্য রয়েছে আলাদা ইন্সট্রাকটর।
আন্তর্জাতিক মানের বিউটি ট্রিটমেন্ট এবং সেলুন রয়েছে সাজসজ্জা ও চুলের যত্নে। কাউন্টি এন্ড বিল্ডংয়ের তৃতীয় তলায় রয়েছে বিয়ের কনের সজ্জা, স্কিন কেয়ার, হেয়ার কাট, ফেসিয়াল এবং অন্যান্য বিউটি ট্রিটমেন্টের আয়োজন।
এছাড়াও হোটেলটিতে রয়েছে বড় ধরনের ডিনার পার্টি, সেমিনার অথবা ভোজসভার কিংবা বিবাহ অনুষ্ঠানের জন্য মোট ৭টি ভেন্যু। যার মধ্যে ৬টি ইনডোর এবং ১ টি আউটডোর।
মোট ৩০৪ টি শীতাতপ নিয়ন্ত্রীত কক্ষের মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম, প্রিমিয়ার রুম, জুনিয়র সুইট, এক্সিকিউটিভ সুইট, বেঙ্গলি সুইট, ইন্টারন্যাশনাল সুইট ও প্যাসিফিক ক্লাব রুম। এ সকল রুমের ভাড়া ও বিভিন্ন সুযোগ সুবিধাগুলো নিম্নরুপঃ
২৩৭ স্কয়ার ফুট আয়তনের স্ট্যান্ডার্ড রুমটিতে কুইন সাইজ বেড সহ অন্যান্য সুবিধার মধ্যে পাবেন ক্যবল কানেকশন সহ এলসিডি টিভি, কমপ্লিমেন্টারী খাবার পানি এবং অনুরোধ সাপেক্ষে খবারের কাগজ। এক রাত্রের জন্য এই রুমটির ভাড়া পড়বে ৭৭ ইউ এস ডলার।
কিং সাইজ বেড অথাব টুইন বেড ও ইন্টরনেট সুবিধা সহ ৩০২ স্কয়ার ফুট আয়তনের ডিলাক্স রুমের এক রাত্রের ভাড়া ১৩০ ইউএসডি থেকে শুরু। সাথে পাবেন কেবল কানেকশন সহ ফ্ল্যাট স্ক্রীন এলসিডি টিলিভিশন, মিনি বার, কমপ্লিমেন্টারী খাবার পানি এবং দৈনিক সংবাদ পত্র।
কিং সাইজ বেড অথাব টুইন বেড সহ ৩০২ স্কয়ার ফুট আয়তনের প্রিমিয়ার রুমের ভাড়া শুরু ১৫০ ইউএসডি থেকে। বাড়তি সুবিধা যেগুলো পাবেন তার মধ্যে রয়েছে, কমপ্লিমেন্টারী ব্রেকফাস্ট, কেবল কানেকশন সহ ৩২” ফ্ল্যাট স্ক্রীন এলসিডি টিলিভিশন, মিনি বার, কমপ্লিমেন্টারী খাবার পানি এবং দৈনিক সংবাদ পত্র।
৩০২ স্কায়ার ফুটের এই প্যাসিফিক ক্লাব রুমটিতে রয়েছে কিং সাইজ বেড অথাবা টুইন বেড সুবিধা, ইন্টারনেট সার্ভস, পুল এবং সিটি ভিউ, প্রাইভেসী সহ কাজ করার যথেষ্ঠ স্পেস, প্যাসিফিক ক্লবের সম্পূর্ন সুবিধা, কমপ্লিমেন্টারী ব্রেকফাস্ট, এবং প্যাসিফিক ক্লাব লাউঞ্জ সুবিধা। আর এই রুমটির ভাড়া ১৮০ ইউএস ডলার।
৪৭৮ স্কয়ার ফুট আয়তনের সুন্দর এই স্যুইটটিতে রয়েছে কিং সাইজ বেড, মারবেল বাথরুম, সিটি ভিউ, স্পেশাল আলাদা লাউঞ্জ সুবিধা, ক্যাফে বাজার রেষ্টুরেন্টে কমপ্লিমেন্টারী ব্রেকফাস্ট, মিনি বার, বাটালার সুবিধা। আর এসব সুবিধা সহ এই সাজানো গোছানো স্যুইটটির ভাড়া পড়বে ২২০ ইউএসডলার থেকে ২৪০ ইউএস ডলার।
৬০৫ স্কয়ার ফুট আয়তনের অত্যান্ত আরামদায়ক এবং ডেকোরেটেড রুম সাথে অনান্য সুবিধার মধ্যে রয়েছে, ইন্টারনেট, দুইটি এলসিডি টিভ সাথে লোকাল ক্যাবল কানেকশন, প্যাসিফিক ক্লাব সুবিধা, সুইমিং পুল বা সিটি ভিউ, মিনিবার, ওয়েলকাম ফ্রুট বাসকেট ও বাটলার সুবিধা। আর এই সমস্ত সুবিধা সহ আরমাদায়ক স্যুইটটিতে থাকতে হলে আপনাকে প্রতি রত্রের জন্য ভাড়া গুনতে হবে ২৮০ ইউএস ডলার থেকে ৩১০ ইউএস ডলার।
প্যাসিফিক ক্লাবের সব সুবিধা সহ এই ৯০৯ স্কয়ার ফুটের পেন্ট হাউজটিতে রয়েছে ছয় জন অতিথীর জন্য ডাইনিং সহ কিচেন সুবিধা। সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, দুইটি টিভি ক্যাবল কানেকশন সহ, ওয়েলকাম ফ্রুট বাসকেট, খাবার পানি, মিনি বার ও বাটলার সার্ভিস, প্যাসিফিক ক্লাব লাউঞ্জ একসেস সুবিধা সহ সম্পূর্ন প্যাসিফিক ক্লাব সুবিধা। আর এত সুবিধা সহ সম্পুর্ন স্যুইটির ভাড়া পড়বে প্রতি রাত্রের জন্য ৩৯০ ডলার থেকে ৪১০ ইউএস ডলার।
১৩৮৬ স্কয়ার ফুটের এই পেন্ট হাউজটিতে ৮ জন অতিথী অবস্থান করতে পারবেন। এক্সক্লুসিভ বেডরুম সাথে মারবেল বাথরুম, লিভিংরুম ও সেপারেট গেষ্ট বাথরুম, সিটি ও পুল ভিউ। সয়ংসম্পুর্ন কিচেন সুবিধা সহ ডাইনিং। সাথে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্যাসিফিক ক্লাব সুবিধা, কমপ্লিমেন্টারী ব্রেকফাস্ট, মিনি বার, প্যসিফিক লাউঞ্জ একসেস। আর এই সব সুবিধা সহ সুন্দর পেন্ট হাউজটির ভাড়া পড়বে ৭৬০ ইউএস ডলার।
হোটেল সোনারগাঁও প্যাসিফিক ক্লাব সুবিধার মধ্যে যা যা রয়েছেঃ
নন-বোর্ডারদের জন্য রয়েছে সুইমিং পুল ব্যবহার ও হেলথ ক্লাবের সদস্য হওয়ার সুবিধা। সদস্য হতে হলে আপনাকে বছরে খরচ করত হবে ১,২০,০০০/= টাকা, আর যদি ৬ মাসের জন্য সদস্য হতে চান তার জন্য খরচ করতে হবে ৮৪,০০০/= টাকা।
সদস্য না হয়েও আপনি শুধুমাত্র সুইমিংপুল ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের জন্য ১ দিনে খরচ হবে ১,৩০০/=টাকা এবং শিশুদের ক্ষেত্রে ৭০০/= টাকা।
এছাড়াও নারী, শিশু ও বড়দের জন্য সাঁতার শেখার ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষন খরচ ১২ বছরের উপরে সকলের জন্য ১ মাসের কোর্স ফি ১৫,০০০/= টাকা এবং ১২ বছরের নীচে শিশুদের ১ মাসের প্রশিক্ষণ খরচ ১২,০০০/= টাকা। সপ্তাহে চারদিন করে মোট ১৬টি ক্লাস পাবেন।
১০৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫।
টেলিফোন-৮৮০-২-৮১১০০৫,
ফ্যাক্স-৮৮০-২-৮১১৩৩২৪,
ই-মেইল[email protected]
ওয়েবসাইট- www.panpacific.com/Dhaka