বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

হোটেল ইন্টারকন্টিনেন্টালে বুফে ইফতার

  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫

রমজান উপলক্ষে পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আয়োজন করেছে বিলাসবহুল ইফতার ও সেহরির বিশেষ বুফে। ২০০টিরও বেশি সুস্বাদু খাবারের সমারোহ নিয়ে সাজানো এই আয়োজন প্রতিদিন বিভিন্ন দেশের স্বাদের বিরিয়ানি এবং ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করছে।

বুফে মেনুতে রয়েছে কাবুলি, পেশোয়ারি ও হায়দ্রাবাদী বিরিয়ানি, শাহী মাটন হালিম, নেহারি, জাফরানি জিলাপি, মুনাফা এবং আরও অনেক সুস্বাদু আইটেম। এছাড়াও থাকছে বাদাম ড্রিংকস, লাচ্ছি, বিভিন্ন ফ্রেশ জুস, স্মুদি ও নানা ধরনের খেজুর। স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে বিশেষ সালাদ এবং এরাবিক ডেজার্টের ব্যবস্থাও রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে তামুস, মোতাবেল, তাব্বুলে, ফাতুস, বাবা গনুস ও মহামারা।

এই আকর্ষণীয় বুফে উপভোগ করতে একজন অতিথির খরচ পড়বে ৳৯,৫০০। তবে ডাচ-বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং কমিউনিটি ব্যাংকের নির্দিষ্ট কার্ড ব্যবহার করলে “বাই ওয়ান গেট থ্রি” অফারের সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ ৳৯,৫০০ টাকায় চারজন অতিথি বুফে উপভোগ করতে পারবেন।

এছাড়াও, ইফতার ও ডিনারের পাশাপাশি সপ্তাহে দুই দিন, বৃহস্পতিবার ও শুক্রবার, বিশেষ বুফে সেহরির আয়োজন করা হয়েছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৳৬,০০০। বিশেষ অফারের আওতায় ২৫টি ব্যাংকের নির্দিষ্ট কার্ডধারীরা “বাই ওয়ান গেট ওয়ান” অফার উপভোগ করতে পারবেন, যেখানে একজন অতিথির জন্য বুফে কিনলে আরেকজন সম্পূর্ণ বিনামূল্যে খাবার উপভোগের সুযোগ পাবেন।

সুসংগঠিত এ আয়োজন, সুস্বাদু খাবার ও অসাধারণ পরিবেশের কারণে অতিথিরা ইন্টারকন্টিনেন্টালের বুফে ইফতার ও সেহরি নিয়ে দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com