রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
Uncategorized

হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১

মহাখালীস্থ হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড ঢাকায় আগত অতিথিদের আবাসিক সুবিধা প্রদানের লক্ষ্যে ২০০৪ সালে যাত্রা শুরু করে।

অবস্থান

তিতুমীর কলেজ থেকে ২৫ গজ পূর্বে রাস্তার উত্তর পাশে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড এর অবস্থান।

ঠিকানা

৩৫, বীর উত্তম একে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা- ১২১২

ফোন- ০২- ৮৮২৫০০৩, ৮৮২৫০০৪, ৮৮৩১৮৫৪

ফ্যাক্স- ৮৮-০২-৯৮৬২৫২৭

ই-মেইল- [email protected]

ওয়েব- www.hotelzakariabd.com

হোটেল ভবন

  • হোটেল ভবনটি ৫ম তলা বিশিষ্ট।
  • হোটেল ভবনের নিচতলায় রয়েছে গাড়ি রাখার স্থান, লিফট, সিঁড়ি ও অনুসন্ধান কেন্দ্র। ২য় তলা থেকে ৫ম তলা পর্যন্ত মোট ২৮ টি রুম রয়েছে।
  • এই হোটেলে এস, নন এসি উভয় ধরনের রুমই রয়েছে।

রুম বুকিং

  • রুম খালি থাকা সাপেক্ষে যেকোন সময় বুকিং দেওয়া যায়।
  • রুম বুকিংয়ের সময় ৫০% অগ্রিম বিল পরিশোধ করতে হয়।
  • রুমে উঠার সময় দেশী অতিথিকে জাতীয় পরিচয়পত্র ও বিদেশী অতিথিকে পাসপোর্টের ফটোকপি জমা দিতে হয়।

রুম ভাড়া

এসি রুম

রুম

রুম সংখ্যা

বেড

ভাড়া (টাকা)

ডিলাক্স সিঙ্গেল

৫ টি

১ টি সিঙ্গেল বেড

১,৪০০

ডিলাক্স ডাবল

৫ টি

১ টি ডাবল বেড

১,৮০০

মিনি স্যুইট

৩ টি

১টি ডাবল ১ টি সিঙ্গেল বেড

২,৫০০

জাকারীয়া স্যুইট

৩ টি

২ টি ডাবল বেড

২,৮০০

  • নন-এসি রুম

রুম

রুম সংখ্যা

বেড

ভাড়া (টাকা)

ইকোনোমী সিঙ্গেল

৪ টি

২ টি সিঙ্গেল বেড

৮০০

স্টান্ডার টুইন

৪ টি

১ টি ডাবল বেড

১,০০০

স্টান্ডার থ্রী বেড

৪ টি

২ টি ডাবল বেড

২,২০০

খাবার ব্যবস্থা

  • এই হোটেলে অতিথিদের খাবার ব্যবস্থা রয়েছে। অতিথি চাইলে রুমে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
  • খাবার রুমে পৌঁছে দেওয়ার জন্য ১২.৫০% সার্ভিস চার্জ প্রদান করতে হয়।

বিল পরিশোধ

  • এখানে ডলার, যেকোন ক্রেডিট কার্ড ও ক্যাশের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা রয়েছে।

পরিবহন

  • নিজস্ব একটি গাড়ি রয়েছে। সেটি দিয়ে অতিথিদের বিমানবন্দর থেকে হোটেলে আনা নেওয়া করা হয়ে থাকে।
  • বিমান বন্দর থেকে হোটেলের গাড়িতে আসা যাওয়ার জন্য কোন চার্জ দিতে হয় না।
  • নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই। তবে বিভিন্ন রেন্ট-এ-কারের সাথে এই হোটেল কর্তৃপক্ষের যোগাযোগ রয়েছে। অতিথিদের প্রয়োজনে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়।
  • একদিনের জন্য একটি প্রাইভেট কার ব্যবহারের খরচ পড়ে ২,৫০০ টাকা ও একটি Haice গাড়ির খরচ পড়ে ৩,৫০০ টাকা।
  • অতিথিদের-কে গাড়ির জ্বালানী খরচ বহন করতে হয়।

বিদ্যুৎ ব্যবস্থা

  • এই হোটেলে সরকারী বিদ্যুৎ সংযোগ রয়েছে।
  • বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার জন্য জেনারেটর রয়েছে।

বিবিধ

  • ফরেন মানি এক্সচেঞ্জে ম্যানেজার সহায়তা করে থাকেন।
  • প্রতিটি রুমেই স্যাটেলাইট সংযোগ সহ টেলিভিশন রয়েছে এবং অতিথি পত্রিকা চাইলে রুমে দেওয়া হয়।
  • একটি সেমিনার রুম আছে যার ধারণ ক্ষমতা ৩০ জন।
  • বোর্ডারদের প্রয়োজনে ডাক্তারকে কল দিয়ে আনা হয়।
  • এই হোটেলে সব সময় অতিথিদের সমাগম থাকে।
  • এই হোটেলের শীতাতপ নিয়ন্ত্রণ রুমগুলোতে ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com