ক্যাথি হোকুল জানান, ২০২২ সালে নিউইয়র্কে পর্যটক এসেছে ২ কোটি ৯১ লাখ ৫০ হাজার জন। যাদের ভ্রমণ থেকে নগরে ৭৮.৬ বিলিয়ন ডলারের কেনা-বেচা হয়েছে। আর যার সার্বিক অর্থনৈতিক প্রভাব ছিলো ১২৩ বিলিয়ন ডলারের। এই হিসাব ২০১৯ সালের চেয়ে ৪% বেশি।
ভ্রমণের দিক থেকে ২০২২ সালের প্রবৃদ্ধি ২০২১ সালের চেয়ে ২২% বেশি। আর তাতে পর্যটকরা খরচ করেছেন ৫০% বেশি। এবং সার্বিকভাবে অর্থনৈতিক প্রভাব বেড়েছে ৪৩%।
হোকুলের কার্যালয় বলেছে, পর্যটনের কারণে বেড়ে যাওয়া লোকাল ট্যাক্সে বাড়তি আয়ের কারণে এখানকার ঘর-গৃহস্থলীতে ১,৩০০ ডলার ট্যাক্স কমেছে।
প্যানডেমিকের কারণে পর্যটনের অর্থনীতি থমকে ছিলো, কিন্তু আমরা এই খাতে ব্যবসা বিনিয়োগ ও সেবাদানকারীদের মাধ্যমে নিউ ইয়র্ককে আরও শক্তিশালী ও পর্যটনবান্ধব করে তুলেছি, এক বার্তায় বলেন ক্যাথি হোকুল। তিনি বলেন, স্টেটের অর্থনীতিতে ট্যুরিজম অতীতের ধাক্কা কাটিয়ে সামনে এগিয়ে যাবে এবং আমার প্রশাসন তার জন্য বদ্ধপরিকরর।