শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

হিলসাইডে রোশনা শামস ললি’র পিঠা ও বৈশাখী উৎসব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

নিউইর্য়কের কুইন্সের হিলসাইডে কমিউনিটি এক্টিভিস্ট রোশনা শামস ললি আয়োজিত ‘‘বৈশাখী ও পিঠা উৎসব’’ ছিলো বাঙালিয়ানায় ভরপুর।

গত ২৬ এপ্রিল শনিবার দুপুর দুইটায় নিউইর্য়কের কুইন্সের হিলসাইডে “মেজ্জান হাইলে আইয়ুন” পার্টি হলে আয়োজিত এই উৎসবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। শিশুদের দিয়ে বৈশাখের কেক কেটে তা পরিবেশন করা হয়। উৎসবে ত্রিশ রকমের পিঠা বানিয়ে আনেন আমন্ত্রিত অতিথিগণ। সাথে ছিল নানা রকমের ভর্তা। আকর্ষণীয় ছিল লাল মরিচ ও পেঁয়াজ কুচি  দিয়ে ইলিশ ভাজা।

শিশু শিল্পী ফারিশার চমৎকার নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আবৃত্তি করেন মাহের আল আবদুল্লাহ। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাসান মাহমুদ, মাসুদ আহমেদ, রাব্বি  সাঈদ, বিপ্লব সেনগুপ্ত ও সাকিব শামস। শিল্পীদের অসাধারণসব গানে দর্শকরা মাতোয়ারা ছিলেন।

শেষ পর্বটি ছিল গেইমস ও পুরস্কার বিতরণ। নারীদের পিলু পাসিং গেইমটি ছিল টানটান উত্তেজনায় ভরা। এই গেইমে ছয়জনকে পুরস্কৃত করা হয়। যারা পুরস্কৃত হয়েছেন তারা হলেন,  রুবা, চন্দনা, বাবলী, মিন্নি, পুতুল, সালমা।  অন্যদিকে, পুরুষদের গেইমটি ছিল ভীষণ মজাদার। এটাতে প্রতিদ্বন্দ্বিদেরকে পঞ্চ ইন্দ্রিয় সজাগ রাখতে হয়েছিল। ছয়জন উতরে গেলেও তাদের আরো একটি ধাপ পার হতে হয়। প্রত্যককে তাদের অভিনয় দক্ষতা দেখাতে হয়েছিল। সবাইকে অবাক করে দিয়ে  যে ছয়জন দম ফাটানো হাসির  অভিনয় উপহার দিয়েছিলেন তারা হলেন, মাহের আল আবদুল্লাহ, হাসান মাহমুদ, রাব্বি সাঈদ, মাসুদ আহমেদ, মাসুদ ভুঁইয়া, দীপক দাশ।

উল্লেখ্য, রোশনা শামস ললি প্রতিবছর এমন ধরণের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com