বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ

  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩

বিশ্বের প্রাচীনতম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইচ্ছা করলেই ফেলোশিপ নিয়ে পড়তে পারবেন যে কেউ। এ জন্য ব্যয় করতে হবে না কোনো অর্থ। কারণ, ফেলোশিপে আছে বৃত্তির সুযোগ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের র‌্যাডক্লিফ ইনস্টিটিউট এ ফেলোশিপ দেবে। ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে মানবিক, সামাজিক বিজ্ঞান ও ক্রিয়েটিভ আর্টসের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের প্রার্থীদের আবেদন করতে হবে ৫ অক্টোবরের মধ্যে।

এ ফেলোশিপের আওতায় প্রকল্পের ব্যয় মেটাতে ৭৮ হাজার ডলার ব্যয় করবে হার্ভার্ড র‌্যাডক্লিফ ইনস্টিটিউট। ব্যয় মেটাতে এর সঙ্গে অতিরিক্ত আরও ৫ হাজার ডলার দেওয়া হবে;
র‌্যাডক্লিফ ইনস্টিটিউটে অফিস, স্টুডিও স্পেস পাবেন ফেলোরা। ভিজিটিং ফেলো হিসেবে হার্ভার্ডে পূর্ণকালীন কাজের সুযোগসহ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, আবাসন ও অ্যাথলেটিক সুবিধা আছে; প্রোগ্রাম চলাকালে বিভিন্ন পেশাগত দক্ষতা বিকাশের সুযোগও দেওয়া হয়; স্বাস্থ্য বীমা ও শিশুর ডে-কেয়ারের সুবিধা আছে।

যত দিনের ফেলোশিপ
ফেলোরা সেপ্টেম্বর ২০২৪-এ ফেলোশিপ প্রোগ্রাম শুরু করে শেষ করবেন ২০২৫ সালের মে মাসে।

যোগ্যতা

মানবিক ও সামাজিক বিজ্ঞানের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে (ডিসেম্বর ২০২২ সময়ের আগের) সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, স্বনামধন্য জার্নালে বা সম্পাদিত কাজের একটি মনোগ্রাফ বা কমপক্ষে দুটি প্রকাশিত নিবন্ধ থাকতে হবে;

বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে (ডিসেম্বর ২০২২ সময়ের আগের) সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, স্বনামধন্য জার্নালে কমপক্ষে পাঁচটি নিবন্ধ প্রকাশিত হতে হবে;

ক্রিয়েটিভ আর্টসের আবেদনকারীদের মধ্যে ফিল্ম অ্যান্ড ভিডিও বিষয়ের প্রার্থীদের ন্যূনতম ১৫ মিনিটের ভিডিও, ভিজ্যুয়াল আর্টসের প্রার্থীদের তিনটি মুভিং ইমেজ, ফিকশন বা নন-ফিকশনের প্রার্থীদের সম্প্রতি প্রকাশিত বইয়ের, ছোটগল্প বা কোনো আর্টিকেলের প্রায় ৩০ পৃষ্ঠার স্ক্রিপ্ট, এক বা একাধিক প্রকাশিত বই, কবিতা, জার্নালিজমের প্রার্থীদের প্রকাশিত আর্টিকেলের ৩০ পৃষ্ঠা, নাটকের প্রার্থীদের ১০টি নাটক, মিউজিক কম্পোজিশনের প্রার্থীদের সাম্প্রতিক কম্পোজিশন করা কিছু সাবমিট করতে হবে।

আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা https://radcliffe.onlineapplicationportal.com/default.aspx ক্লিক করে আবেদন করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com