শিল্প ও সাহিত্যের শহর প্যারিস। সেই সঙ্গে নবদম্পতিদের কাছে অন্যতম আকর্ষণীয় শহর এটি। কারণ, যেখানে শিল্প সাহিত্যের সংমিশ্রণ সেখানেই পাওয়া যেতে পারে ভালোবাসার চুমুক।
হানিমুন যুগলদের কথা মাথায় রেখে শহরে তৈরি হয়েছে বিভিন্ন ট্যুরিস্ট কোম্পানি। যারা প্যাকেজে বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যায় নবদম্পতিদের। দেখার মতো অনেক কিছুই রয়েছে এই শহরে। শহরের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আইফেল টাওয়ার।
মূলত এই টাওয়ারকে কেন্দ্র করেই পর্যটন ব্যবসা ঘুরপাক খাচ্ছে এ শহরের। এ ছাড়া দেখার মতো শহরে প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক সভ্যতার অনেক স্থাপনা রয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারটি স্থাপনা নির্মাণের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনাই বটে।
১৮৮৭ সালে ফ্রান্স সরকার যখন ফরাসি বিপ্লবের শতবার্ষিকী পালনের তোড়জোড় করছিল তখন সে ঘটনাটিকে স্মরণীয় এক নিদর্শনে ধরে রাখার জন্যই এই প্রতীক মিনারটি তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছিল তারা। মূলত আইফেল টাওয়ারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এ শহরের বিভিন্ন ট্যুরিস্ট কোম্পানি।