ঈদের দ্বিতীয় দিনেও বন্ধ হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে যাত্রী পারাপার। যাত্রীবাহী ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ থাকলেও চালু করা হয়েছে ৮০ টাকার টিকিটে ৩০ মিনিটের জন্য হাতিরঝিলের পানিতে আনন্দ ভ্রমণ প্যাকেজটি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে যাত্রী পারাপার তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এসময় শুধু আনন্দ ভ্রমণ প্যাকেজ চালু রাখা হয়েছে। একইভাবে আগামীকালও যাত্রী পারাপার বন্ধ রেখে আনন্দ ভ্রমণ প্যাকেজটি চালু থাকবে।
মঙ্গলবার (১ এপ্রিল) হাতিরঝিল ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিনেও হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে দর্শনার্থীদের প্যাকেজের আওতায় ঘোরানো হচ্ছে। এতে দর্শনার্থী, ভ্রমণপ্রেমিরা পরিবার পরিজন নিয়ে ওয়াটার ট্যাক্সিতে ঘুরে খুশি হলেও সাধারণ যাত্রীরা পারাপারের সার্ভিস বন্ধ থাকায় বিরক্তি প্রকাশ করেছেন।
হাতিরঝিলের সবকটি ওয়াটার ট্যাক্সি ঘাটেই দেখা গেছে, টিকিট কাউন্টারগুলোর সামনে কাগজে প্রিন্ট করা নোটিশ টানিয়ে রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের প্রথম দিন থেকে ৩য় দিন পর্যন্ত সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকবে। শুধুমাত্র ৮০ টাকা ভাড়ায় আনন্দ নৌ ভ্রমণ প্যাকেজ চালু থাকবে।
রাজধানীর গুলশান থেকে এফডিসি যাওয়ার জন্য ওয়াটার ট্যাক্সি ঘাটে এসেছেন বেসরকারি চাকরিজীবী খাদিমুল ইসলাম। তিনি বলেন, গতকাল ঈদের দিন ওয়াটার ট্যাক্সিতে আনন্দ ভ্রমণ প্যাকেজ চালু ছিল সেটা ঠিক আছে। তাই বলে আজও যাত্রী পারাপার বন্ধ রেখে এমন প্যাকেজ চালু রাখা ঠিক হয়নি। তবে যদি যাত্রা পারাপারের জন্য আলাদা ওয়াটার ট্যাক্সির ব্যবস্থা রাখার পর যদি ভ্রমণ প্যাকেজে অন্যগুলো ব্যবহার করা হতো তাও ঠিক ছিল। এতে করে আমরা যারা যাতায়াত করতে চাই তাদের বিড়ম্বনা সৃষ্টি হয়েছে।
তবে আনন্দ ভ্রমণ প্যাকেজের প্রশংসা করেছেন ঈদ উপলক্ষে হাতিরঝিলে ঘুরতে আসা অনেকেই। তাদের মধ্যে মালিবাগ থেকে দুই সন্তান ও স্ত্রীসহ ঘুরতে এসেছেন সজিবুর রহমান। তিনি বলেন, ঢাকা শহরে এমনি বিনোদনের জায়গার অনেক অভাব। ঈদের সময় পরিবার, সন্তান নিয়ে ঘুরার মত জায়গা কম। আশেপাশের মানুষজনসহ পুরো ঢাকা শহর থেকে মানুষ তাদের পরিবারসহ হাতিরঝিলে ঘুরতে আসে। এখানে ওয়াটার ট্যাক্সিতে বাচ্চাকাচ্চা সহ এভাবে আনন্দ ভ্রমণের প্যাকেজটি আসলেই খুব ভালো। এতে করে পরিবার নিয়ে খুব সুন্দর সময় কাটানো যায়। তবে ভাড়াটা একটু বেশি, আরেকটু কম হলে সবার জন্য খুব ভালো হতো।
এদিকে ইট-পাথরের আর কংক্রিটের এ শহরে বুক ভরে শ্বাস নেওয়ার জায়গা অনেক কম। এ ব্যস্ত নাগরিক জীবনে কিছুটা স্বস্তি পেতে সবসময় উপলক্ষ খুঁজে বেড়ায় নগরবাসী। তেমনি এক উপলক্ষে ঈদের দ্বিতীয় দিনেও ব্যতিক্রম হয়নি। ঈদের দ্বিতীয় দিনও হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন বিনোদন স্পটে ভিড় করেছেন নগরবাসী।
চারপাশে গাছপালা, বসার সুব্যবস্থা, আলোকসজ্জা, পানির নৃত্যসহ নিরিবিলি বসে একটু সময় কাটানোর জন্য রাজধানীবাসীর কাছে হাতিরঝিল বেশ জনপ্রিয়। তাই গতকালের মত ঈদের দ্বিতীয় দিনেও বিনোদনপ্রেমীদের পদচারণায় মুখরিত এ বিনোদন কেন্দ্রটি। এখানে কেউ এসেছেন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে, কেউবা আপনজন, বন্ধুদের নিয়ে। বিকেল থেকে মানুষের ঢল নেমেছে হাতিরঝিলে।