শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

হাজারেরও বেশি ভারতীয়কে ফেরত

  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪

গত এক বছরে কমপক্ষে ১১০০ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানাল জো বাইডেন প্রশাসন। এই ভারতীয়েরা প্রত্যেকেই অবৈধ ভাবে আমেরিকায় থাকছিলেন, জানিয়েছে হোমল্যান্ড সিকিয়োরিটি দফতর। তবে আমেরিকার এই দাবি নিয়ে সরকারি ভাবে এখনও পর্যন্ত মুখ খোলেনি ভারতের বিদেশ মন্ত্রক।

গত কাল আমেরিকার হোমল্যান্ড সিকিয়োরিটি দফতরের সহকারী সচিব রয়েস বার্নস্টেন মুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তখনই এই তথ্য জানিয়েছেন তিনি। এই হিসাবটা আমেরিকার গত আর্থিক বর্ষের। অর্থাৎ ১ অক্টোবর, ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সালের মধ্যে ওই ১১০০ জনকে ভারতে ফেরত পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

চলতি বছরের ২২ অক্টোবর একটি উড়ানে বেশ কিছু ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয় বলে জানান মুরে। বিমানটি কোথা থেকে উড়েছিল, নিরাপত্তার কারণ দেখিয়ে সে তথ্য না দিলেও সেটি ভারতের পঞ্জাবে নেমেছিল বলে জানানো হয়েছে। তবে বিমানের যাত্রীরা সবাই পঞ্জাবের বাসিন্দা কি না, তা স্পষ্ট নয়।

ওই যাত্রীদের মধ্যে কোনও নাবালক ছিল না বলেই জানানো হয়েছে। সকলেই প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। গত এক বছরে হয় চার্টার্ড উড়ান নয়তো কোনও বাণিজ্যিক সংস্থার উড়ানে এই সব ভারতীয়কে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন মুরে।

হোমল্যান্ড সিকিয়োরিটি দফতরের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত আর্থিক বর্ষে অন্তত ১ লক্ষ ৬০ হাজার জনকে আমেরিকা থেকে তাঁদের নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে। অভিযোগ, প্রত্যেকেই অবৈধ ভাবে থাকছিলেন।এঁদের ফেরত পাঠাতে মোট ৪৯৫টি বিমান লেগেছে। ভারত-সহ মোট ১৪৫টি দেশের বাসিন্দা রয়েছেন, যাঁদের এক বছরে নিজেদের দেশে ফেরত পাঠিয়েছে বাইডেন প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com