নানান জাতি, সংস্কৃতি আর মুখরোচক খাবারের এক অপূর্ব মিশ্রণ সিঙ্গাপুর। এই অনন্য স্বভাবের জন্য সিঙ্গাপুরকে পৃথিবীর “গলিত পাত্র” বলা হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বেশেষে অসংখ্য মানুষ পৃথিবীর বিভিন্ন কোণ থেকে এখানে এসে বসতি গড়েছে এবং একে অর্থনৈতিকভাবে পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত করেছে। সিঙ্গাপুরের অত্যাধুনিক স্থাপত্যশিল্প ও ভবিষ্যতভিত্তিক শহর পরিকল্পনা দেশটিকে পৃথিবীর আর সব দেশ থেকে আলাদা করেছে।
আপনার যদি সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাজানো গোছানো শহরে ঘুরে বেড়ানোর শখ থাকে তবে সিঙ্গাপুর আপনার জন্য আদর্শ জায়গা। যদিও সিঙ্গাপুর ভ্রমণ তুলনামূলক খরুচে, কিন্তু আপনার সময়ের ১০০% সদ্ব্যহার করে একটি আনন্দদায়ক ট্রিপ নিশ্চিত করবে দেশটি- এ ব্যপারে কোন সন্দেহ নেই।
এই ব্লগটিতে আমরা আলোচনা করবো সিঙ্গাপুরের দর্শনীয় স্থান, ভিসা, বিমান টিকেট, হোটেল, খাবার, শপিং, ভ্রমণ খরচ, এবং কিছু জরুরী ভ্রমণ টিপস নিয়ে।
সিঙ্গাপুর যেতে হলে প্রথমত আপনাকে ভিসার জন্য এপ্লাই করতে হবে। ২ ডোজ ভ্যাকসিন গ্রহীতাগণ ভ্যাকসিন সার্টিফিকেট দেখিয়ে সিঙ্গাপুর ভিসার জন্য এপ্লাই করতে পারবেন। সিঙ্গাপুরের ভিসা সম্পর্কে আরো তথ্যের জন্য এবং আমাদের ভিসা প্রসেসিং সার্ভিস গ্রহণের জন্য কল করুন +৮৮-০৯৬১৭-১১১-৮৮৮ নাম্বার এ বা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট flightexpert.com এ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, মালিন্দো এয়ারলাইন্স, মালয়েশিয়া এয়ারলাইন্স, শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, এতিহাদ এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ, আর ইউ এস বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট এর উদ্দেশ্যে বিমান ছাড়ছে। আমাদের মাধ্যমে ঢাকা থেকে সিঙ্গাপুর বিমান টিকেট বুক করতে কল করতে পারেন বা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট flightexpert.com এ। ঢাকা টু সিঙ্গাপুর বিমান ভ্রমণ করতে সময় লাগে প্রায় ৭ ঘন্টা।
অক্টোবর-নভেম্বর মাসে পর্যটকদের পিক সিজন চলে যদিও সিঙ্গাপুর বছরের যেকোন সময়েই ঘোরার জন্য উপযুক্ত। বাংলাদেশীদের জন্য ফেব্রুয়ারী মাসে সিঙ্গাপুর ঘুরতে যাওয়া ভালো কারণ এই সময় সবকিছুর দাম তুলনামূলক কম থাকে। এই সময় বৃষ্টি ও থাকে না আবার ট্রিপটি সাশ্রয়ী ও হয়।
সিঙ্গাপুরের অন্যতম আকর্ষনীয় ট্যুরিস্ট স্পট গার্ডেনস বাই দ্যা বে। সুবিশাল এই গার্ডেন এলাকাটি ফ্লাওয়ার ডোম, ক্লাউড ফরেস্ট, ফ্লোরাল ফ্যান্টাসি, ওসিবিসি স্কাইওয়ে, গার্ডেন পড, এবং সুপারট্রি অবজারভেটরি নিয়ে গঠিত। আসুন দেখে নেই কী কী করার আছে এই জায়গাটিতে।
***ফ্লাওয়ার ডোম ও ক্লাউড ফরেস্ট, ওসিবিসি স্কাইওয়ে, এবং সুপারট্রি অবজারভেটরিতে ঢুকতে আলাদা আলাদা এন্ট্রি ফি দিতে হবে। সন্ধ্যার মিউজিক অ্যান্ড লাইট শোটি দর্শনার্থীদের জন্য ফ্রী।
মেরিনা বে প্রতিনিধিত্ব করে আধুনিক ও জমকালো সিঙ্গাপুরকে। পার্ক, শপিং মল থেকে শুরু করে হোটেল ও বিলাসবহুল আবাসন– সবই রয়েছে মেরিনা বে তে। এটি সিঙ্গাপুরের সবচেয়ে বিলাসবহুল এলাকা। পর্যটকদের জন্য এখানে অনেকরকম আকর্ষণ রয়েছে।
*** জাদুঘরে ঢুকতে হলে টিকেট কেটে ঢুকতে হবে। বাকি জায়গাগুলোতে এন্ট্রি ফ্রী।
সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট এর সৌন্দর্য্যের জন্য বিশ্ববিখ্যাত। চাঙ্গি এয়ারপোর্টের অনন্য স্থাপত্যশৈলী একে অন্য সব এয়ারপোর্ট থেকে আলাদা করেছে। পুরো এয়ারপোর্টটি তৈরি করতে সিঙ্গাপুর সরকারের খরচ হয়েছে ১.৫ বিলিওন ডলার। এতে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু অভ্যন্তরীণ জলপ্রপাত ও তাকে কেন্দ্র করে পাহাড় ও গাছগাছালির সমাবেশে অপূর্ব সুন্দর একটি পার্ক, পার্কের ওপর দিয়ে ছুটে চলা স্কাইট্রেন, বিশ্বখ্যাত ব্র্যান্ডের দোকান, ফুড চেইন, মুভি থিয়েটার, সানফ্লাওয়ার গার্ডেন, গেম রুম, জিমসহ অনেককিছু। আসুন দেখি কী কী করবেন এখানে গিয়েঃ
***জুয়েল চাঙ্গিতে এন্ট্রি ফ্রী। ক্যানোপি পার্ক ও গোলকধাধায় ঢুকতে হলে টিকেট কেটে ঢুকতে হবে।
সেন্তোসা দ্বীপ সিঙ্গাপুরের অন্যতম পর্যটক এলাকা। বিনোদনের সব মাধ্যম রয়েছে এখানে। মনোরেলে চেপে চলে আসতে হবে এই দ্বীপে। সেন্তোসা দ্বীপে রয়েছে জাদুঘর, একুয়ারিয়াম, প্রাইভেট রিসোর্ট, বিনোদনমূলক পার্ক যেখানে রয়েছে মজাদার রাইড, আরো রয়েছে সমুদ্রসৈকত ও চারপাশের নয়নাভিরাম সৌন্দর্য্য।
***শুধুমাত্র সেন্তোসা দ্বীপে এন্ট্রি ফ্রী। বাকি সবগুলো জায়গায় টিকেট কেটে ঢুকতে হবে।
সিঙ্গাপুরের কয়েকটি পাড়া বিখ্যাত তাদের সাংস্কৃতিক, জাতিগত বৈচিত্র্য ও মজাদার খাবারের জন্য। যেমনঃ হাজি লেন, আরব স্ট্রিট, চায়না টাউন ও লিটল ইন্ডিয়া। এই পাড়াগুলোর রাস্তাঘাট সবসময় প্রাণবন্ত হয়ে থাকে এলাকার মানুষ ও পর্যটকদের পদচারণায়। রাস্তা দিয়ে হাটলে চোখে পড়ে দুই পাশে সারি সারি খাবারের দোকান, ক্যাফে আর বুটিক শপ। আর কিছু দূর পর পর দেয়ালে দেয়ালে দেখা যায় রঙবেরঙের গ্রাফিত্তি। চোখজুড়ানো ইন্সটাগ্রামেবল জায়গা এগুলো।
এই জায়গাগুলো ছাড়াও সিঙ্গাপুরে ঘুরে বেড়ানোর মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেমন সিঙ্গাপুর চিড়িয়াখানা, সিঙ্গাপুর বোটানিক গার্ডেনস, ফোর্ট ক্যানিং পার্ক, হ পার ভিলা, ইত্যাদি। এর মধ্যে বোটানিক গার্ডেনস আর সিঙ্গাপুর চিড়িয়াখানা বিশেষভাবে উল্লেখযোগ্য।
সিঙ্গাপুর অত্যন্ত ব্য্যবহুল একটি জায়গা। এখানে ভালো হোটেলগুলোতে এক রাত থাকার জন্যে আপনাকে অনেক খরচ করতে হবে। তাই সিঙ্গাপুর গেলে লোয়ার মিডল রেঞ্জের হোটেলে থাকাই ভালো। এ ধরণের হোটেল আপনি সব জাগাতেই পাবেন। তবে বাংলাদেশ থেকে পর্যটকরা সিঙ্গাপুর গিয়ে সাধারনত লিটল ইন্ডিয়ার আশেপাশের মিডল বা লোয়ার মিডল রেঞ্জের হোটেলগুলায় থাকতে পছন্দ করেন। লিটল ইন্ডিয়ায় প্রচুর বাঙালি রয়েছে। এখানের অধিকাংশ দোকানে বাঙালিদের দেখা পাওয়া যায়। আর এর আশেপাশেই রয়েছে সাশ্রয়ী কিছু শপিং মল যেখান থেকে কেনাকাটা করতেও সুবিধা কারণ হোটেল থেকে একদম হাঁটা দুরত্বে পড়ে শপিং মলগুলো।
লিটল ইন্ডিয়ার মিড রেঞ্জের একটি হোটেলের এক রাতের ভাড়া পড়বে ৪,০০০-৫,০০০ টাকার মধ্যে।
এছাড়াও এখানে সিঙ্গাপুরের মিডল রেঞ্জের হোটেলের নাম দেয়া হলোঃ
সিঙ্গাপুর ঘুরতে গিয়ে অবশ্যই ওদের লোকাল ফুড ট্রাই করে দেখবেন। সিঙ্গাপুরের লোকাল ফুড খেতে বেশ মজা আর দামেও কম। লোকাল ফুডের জন্য ম্যাক্সওয়েল ফুড সেন্টারে যেতে পারেন। ওখানকার চিকেন রাইসের স্বাদ নিতে ভুলবেন না। এছাড়াও সিঙ্গাপুরের অলিতে-গলিতে স্ট্রিট ফুড পাওয়া যায়। হাজি লেন, আরব স্ট্রিট আর লিটল ইন্ডিয়া তে পাবেন দেশ বিদেশের জিভে জল আনা খাবার।
সিঙ্গাপুরের লোকালদের কাছে হকার বা স্ট্রিট ফুডগুলো খুব জনপ্রিয়। এগুলোতে পাবেন চাওমিন, চাইনিজ নুডলস স্যুপ, রামেন, পোরিজ, হক্কিয়েন নুডলস, সীফুড বিবিকিউ, ইত্যাদি নানারকম খাবার। আর যদি নতুন কিছু ট্রাই না করে ইন্টারন্যাশনাল ফুড চেইনগুলোয় সাশ্রয়ী খাবার খেতে চান তাহলে ম্যাকডোনাল্ডস, কেএফসি তো আছেই!
আমাদের সিঙ্গাপুর ভ্রমণ গাইড অসম্পূর্ণ রয়ে যাবে যদি আমরা সিঙ্গাপুরের শপিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা না বলি। সিঙ্গাপুরে বাজেট শপিং মল যেমন আছে তেমনি আছে লাক্সারিয়াস মল ও যেখানে শুধু ব্র্যান্ড এর জিনিস পাওয়া যায়।
সেরকমই একটি জায়গা মেরিনা বে স্যান্ডস এর শপিং মলটি। এখানে রয়েছে বিশ্বের সেরা সব ব্র্যান্ড এর রিটেইল শপ। দাম আকাশচুম্বী। তাই কেনাকাটা না করে বরং ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই মলটি ঘুরে দেখতে পারেন। পর্যটকদের বিনোদন দেয়ার জন্য অনেক কিছু আছে এই মল এ।
বাজেট শপিং মলগুলো প্রধানত লিটল ইন্ডিয়া ও এর আশেপাশের এলাকায় অবস্থিত। এর মধ্যে অরচার্ড রোডের লাকি প্লাজা উল্লেখযোগ্য। চকোলেট ও স্যুভেনির সবচেয়ে কম দামে এখানকার “ফায়ার সেল শপ” নামের দোকানে পাবেন। এখানে জামাকাপড়ের দাম ও অনেক কম। এছাড়াও আছে মোস্তফা মার্ট। মোস্তফা মার্টেও সবকিছুর দাম রিজনেবলের মধ্যে।
এছাড়া আছে চায়নাটাউনের প্যাগোডা স্ট্রিট। এখানেও স্বল্প মূল্যে দরকারি সবকিছু পাবেন। বুগিস স্ট্রিট মার্কেট এর রাস্তার একপাশে দেখবেন খাবারের দোকান আরেক পাশে জামাকাপড়ের। খেতে খেতে দোকানগুলোতে ঢুঁ মেরে দেখতে পারেন।
সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে এই প্রশ্নের উত্তর আমরা নিচে দেয়ার চেষ্টা করেছিঃ
রিটার্ন প্লেন টিকেট – ৪০,০০০ – ৫০,০০০ টাকা (জনপ্রতি)
রুম ভাড়া – ৫,০০০ টাকা (এক রাত)
সিম কার্ড ক্রয় – ১,০০০ টাকা
সিঙ্গাপুর ট্যুরিস্ট পাস ক্রয় – ২০ সিঙ্গাপুরিয়ান ডলার
খাবার – ৫০০ টাকা (প্রতি বেলা)
টিকেট – সব মিলিয়ে ৪,০০০ টাকার মতো (জনপ্রতি)
আশা করি এই ব্লগের মাধ্যমে আমরা আপনার সিঙ্গাপুর ভ্রমণ সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ঢাকা টু সিঙ্গাপুর বিমান ভাড়া সম্পর্কে জানতে বা ফ্লাইট বুকিং অথবা ভিসা সংক্রান্ত যেকোন প্রশ্ন থাকলে আমাদের কল করতে পারেন +৮৮ ০৯৬১৭ ১১১ ৮৮৮ নাম্বারে বা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট flighexpert.com. অথবা, আমাদের ইমেইল করে পারেন [email protected] এ।