পৃথিবীতে এমনতেই রহস্যের শেষ নেই। বিজ্ঞানীরা একটি করে নতুন আবিষ্কার করেন, আর সেই সঙ্গে গবেষণা চলে সেই রহস্য উদঘাটনের।
এবার বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের মাঝে একটি বিশাল পর্বত আবিষ্কার করেছেন। বলা যেতে পারে হঠাৎই উৎপত্তি হয়েছে এই বিরাট পর্বতের।
পর্বতটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫২৪৯ ফুট উপরে। এটি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফার প্রায় দ্বিগুণ। এই পর্বতটিকে সিমাউন্ট বলা হয়, যা প্রায় ৭,৯০০ ফুট গভীরতায় অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩,১০০ ফুট নীচে অবস্থিত বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। শ্মিট ওশান ইনস্টিটিউট (এসওআই)-এর বিজ্ঞানীরা এটিকে আবিষ্কার করেছেন।
US National Oceanic and Atmospheric Administration (NOAA)-এর মতে যেটিকে প্রশান্ত মহাসাগরের মাঝে পাওয়া গিয়েছে, তা আদতে একটি সিমাউন্ট। আর সেই সিমাউন্টই অনেকটা পর্বতের মতো দেখতে। সিমাউন্ট কী? সিমাউন্ট প্রায়শই শঙ্কু আকৃতির হয়, যা প্রাচীন আগ্নেয়গিরি দ্বারা গঠিত হয়।
পৃথিবী জুড়ে মহাসাগরে এরকম অনেক সামুদ্রিক ভূতাত্ত্বিক গঠন রয়েছে, যদিও সঠিক সংখ্যা অজানা। বিজ্ঞানীদের অনুমান, 1 লাখেরও বেশি সিমাউন্ট রয়েছে, যেগুলি কমপক্ষে ১০০০ মিটার উঁচু। তবে এর মধ্যে মাত্র কয়েকটি এখনও পর্যন্ত আবিষ্কার করা হয়েছে।
সমুদ্রের তলদেশ থেকে শুরু করে উচ্চতা, সমস্তটাই ম্যাপিং করা হয়েছে। তারপরেই বিজ্ঞানীরা জেনেছেন, এই পর্বতটি পাঁচ বর্গমাইলের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। তাঁদের মতে, সমুদ্রের নিচে দেড় কিলোমিটারেরও বেশি উঁচু একটি পাহাড়ের সন্ধান পাওয়া গিয়েছে।
এটা এতদিন জলের তলায় ডুবে ছিল। হঠাৎ করে কীভাবে জলের উপর উঠে এল, সেই নিয়ে এখনও গবেষণা চলছে। তবে এটুকু বলা যাচ্ছে, এই পর্বত থেকে অনেক নতুন তথ্য উঠে আসবে। আর তা থেকেই হবে নতুন নতুন আবিষ্কার। উঠে আসবে জলের গভীরের রসহ্য। প্রাচীন পর্বত থেকে আগ্নেয়গিরি, অনেক কিছুই আবিষ্কার করা এখনও বাকি আছে।