২০২২ শিক্ষাবর্ষের বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে হংকংয়ের সিটি ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি হংকংয়ের কউলুনে অবস্থিত। বৃত্তিটিতে সম্পূর্ণরূপে অর্থায়িত এবং আংশিক অর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে। আবেদনের পরই নানা যোগ্যতার ভিত্তিতে বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। বাংলাদেশসহ সারা বিশ্বের পড়ুয়ারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিদেশি শিক্ষার্থীরা স্নাতক ও ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

The University offers various types of entrance scholarships for non-local students with excellent academic performance who are admitted to full-time government-funded bachelor’s degree programmes. The University will identify high caliber students for the entrance scholarships based on academic merit upon successful admission; students (applicants) do not have to submit application separately.

The Hong Kong University of Science and Technology | Postgraduate Studies in Hong Kong

সুযোগ–সুবিধাসমূহ
* বৃত্তির মূল্য ১,৮০,০০০ হংকং ডলার, যা ক্যাম্পাসে বাসস্থান, বার্ষিক টিউশন ফি এবং জীবনযাত্রার খরচের জন্য প্রযোজ্য হবে।
* সম্পূর্ণ টিউশন ফি বৃত্তি বার্ষিক টিউশন ফি খরচ কভার।
* একইভাবে নিম্নবর্ণিত পরিচয় থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ৩০,০০০ হংকং ডলার অনুদান দেওয়া হবে।
* বৃত্তি পুরস্কার বার্ষিক টিউশন ফি অর্ধেক অথবা সম্পূর্ণ কভার করবে।

Hong Kong exempts finance executives from virus quarantine rules | Financial Times

আবেদনের যোগ্যতা
সিটি ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য আবেদনে শিক্ষার্থীদের অবশ্যই নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে। এগুলো হলো—
* আবেদনকারীদের অবশ্যই হাইস্কুল থেকে একটি সার্টিফিকেট থাকতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই অসামান্য একাডেমিক রেকর্ড এবং নেতৃত্বের গুণাবলি প্রদর্শন করতে হবে।
* তাঁদের অবশ্যই হংকংয়ের সিটি ইউনিভার্সিটিতে স্নাতক কোর্সের জন্য ভর্তি হতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে এখানে ক্লিক (https://www.cityu.edu.hk/sds/web/studentlife_scholarships_esfns.shtml) করুন।

EU slams proposed Hong Kong electoral reforms | News | DW | 05.03.2021

স্কলারশিপের জন্য কোনো আবেদন ফি নেই। বৃত্তিটি বিজ্ঞান, চারুকলা, মানবিক, ব্যবসায় প্রশাসন, প্রকৌশল,  কম্পিউটার প্রকৌশলসহ সব একাডেমিক প্রোগ্রামের জন্য দেওয়া হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য সময়কাল তিন বছর, স্নাতকোত্তর ডিগ্রির জন্য দুই বছর এবং স্নাতক প্রোগ্রামের জন্য চার বছর।

বৃত্তির সুযোগ–সুবিধা

* বিমানের টিকিট (রিটার্নসহ)।
* পিএইচডি এবং মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য যথাক্রমে প্রায় ৪,০০০ রিয়াল এবং ৩,০০০ রিয়াল থিসিস প্রিন্টিং ভাতা।
* বই শিপিং ভাতা।
* খাবার ভাতা (প্রযোজ্যতার ক্ষেত্রে)।
* থাকার ব্যবস্থা।
* সফল প্রার্থীদের স্বাস্থ্যসেবা।
* প্রস্তুতি ভাতা।
* মাসিক ভাতা।

আবেদনের যোগ্যতা

বাদশাহ আবদুল আজিজ বৃত্তির আবেদনের জন্য কিছু মানদণ্ড পূরণ করতে হবে। এগুলো হলো-
* আবেদনকারীদের অবশ্যই আকর্ষণীয় একাডেমিক রেকর্ড থাকতে হবে।
* তিন বছরের বেশি আগে অবশ্যই মাধ্যমিক বিদ্যালয়ের স্নাতক প্রশংসাপত্র থাকতে হবে।
* আবেদনকারীদের বয়স ১৭-২৫ বছর হতে হবে।
* পিএইচডি প্রোগ্রামের আবেদনকারীদের অবশ্যই ৩০ বছরের কম বয়সী হতে হবে।
* আরবি ভাষা, ইসলামিক আইন অধ্যয়ন, মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের আবেদনকারীদের অবশ্যই আরবি ভাষায় দক্ষ হতে হবে।
এ বৃত্তির জন্য আবেদন করা যাবে এ বছরের শেষ দিন পর্যন্ত

আবেদনপদ্ধতি

আবেদন করতে ক্লিক করুন https://dsa-scholarships.kau.edu.sa/404.htm লিংকে।