বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট হলো বিমানবন্দর, এয়ারলাইন্স, এভিয়েশন হসপিটালিটি, বিমান ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স। এখানে আট সেমিস্টার পড়াশোনা সম্পন্ন করে বিমানবন্দর এডমিনিস্ট্রেশন, অপারেশন, এয়ারলাইন্স মার্কেটিং, একাউন্টিং, ফাইন্যান্স, এয়ার হোস্টেস, এয়ারলাইন্স অপারেশন, বিমানবন্দরে যাত্রী সেবা, ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এয়ারলাইন্স ব্যবস্থাপনা, বিমানবন্দরে কাস্টমস, ই-টিকেটিং সহ, জিডিএস প্রোগ্রামে বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করা যায়।
কোর্সটিতে বিবিএ’র ৬০টি ক্রেডিট পড়াশোনা করার পর ব্যাংক, মোবাইল অপারেটর কোম্পানি, বিমা, বিক্রয় ও বিপণন, বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে সব ধরনের চাকরি পাওয়ার সুযোগ পাওয়া যাবে। এছাড়া মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, ওমান এয়ার, সাউদিয়া এয়ারলাইন্স ও অন্য যে বিমানসংস্থাগুলো বাংলাদেশে ফ্লাইট অপারেট করে সেগুলোতে রয়েছে কাজ করার সুযোগ।
ভর্তির যোগ্যতা: বিজনেস স্টাডিস/মানবিক/বিজ্ঞান বিভাগ থেকে এ বছর অথবা পূর্ববর্তী বছর এইচএসসি/’এ’ লেভেল পাস করা শিক্ষার্থীদের বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে এইচএসসিতে ন্যূনতম ৩.০০ জিপিএ থাকতে হবে। আগ্রহী প্রার্থীর এইচএসসিতে একাউন্টিং অথবা বিজনেস অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট অথবা অর্থনীতি অথবা ফিন্যান্স, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স অথবা প্রোডাকশন ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং অথবা স্ট্যাটিস্টিক্স অথবা অর্থনীতি অথবা উচ্চতর গণিতের মধ্যে যেকোনো একটি বিষয়ে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
কলেজ অব এভিয়েশন টেকনোলজি থেকে পড়াশোনা করে নন্দিতার মতো অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানির বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে চাকরি করছেন। অনেকে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তি নি উচ্চতর ডিগ্রি অর্জন করছেন। এদেশে প্রথম বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট, বিএসসি (অনার্স) ইন এরোনটিক্যাল এবং এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু হয় কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে।
ভর্তি আগ্রহী শিক্ষার্থীকে সরাসরি কলেজটিতে যেয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যোগাযোগ: সেক্টর ১৬জে, রোড ১৩, প্লট ২২, উত্তরা, ঢাকা।