1. [email protected] : চলো যাই : cholojaai.net
স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মুখ্য ভূমিকায় অভিবাসন
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সস্তা ফ্লাইট বুকিংয়ের গোপন কৌশল: টাকা বাঁচিয়ে উড়ুন বিশ্বজুড়ে পরিবার নিয়ে নিরাপদ ট্রিপ: ১০টি প্রমাণিত কৌশল ও গন্তব্য নির্দেশিকা সৌদি আরবে ভিসা ব্যবস্থায় নতুন নিয়ম বিমান ভ্রমণের আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন পর্যটনের দেশ মালদ্বীপের চেয়ে কোথায় পিছিয়ে বাংলাদেশ ২০২৪ সালে দেশের বাইরে ঘুরতে গেছেন বিশ্বের ১৪০ কোটি মানুষ ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় জাপানে ভিড় জমাচ্ছেন রুশ পর্যটকরা ৮০ হাজার আপত্তিকর ছবি, ১০২ কোটি টাকা ব্ল্যাকমেইল: থাই নারীর কেলেঙ্কারি অনিয়মিত ৫০ হাজার অভিবাসী শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মুখ্য ভূমিকায় অভিবাসন

  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

স্পেনের মোট জনসংখ্যার ১৮.১ শতাংশের জন্ম হয়েছিল অন্য কোনো দেশে৷ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অভিবাসনকে কাজে লাগানোর এক চমৎকার উদাহরণ হয়ে উঠেছে দেশটি৷

২০০৮ সালের আর্থিক মন্দার পর বেশ কয়েকবছর হতাশায় নিমজ্জিত ছিল স্পেনের অর্থনীতি৷ কিন্তু বর্তমানে দেশটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিবেচনায় সামনের সারিতে রয়েছে৷ বিশ্লেষকেরা বলছেন, স্পেনের এই উন্নতির পেছনে রয়েছে দেশটির উদার অভিবাসন নীতি৷

ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনোমিস্ট লিখেছে যে স্পেনের বাৎসরিক জিডিপি বৃদ্ধির পেছনে দেশটির শক্তিশালী শ্রমবাজার এবং উচ্চমানের অভিবাসন ভূমিকা রাখছে৷ এর ফলে অর্থনৈতিক উৎপাদন বেড়েছে৷

গত অক্টোবরে সংসদে দেয়া এক বক্তব্যে বিষয়টি ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ৷ তিনি বলেন, ‘‘অভিবাসন শুধু মানবতাবাদের প্রশ্ন নয়…, এটা আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি এবং কল্যাণ রাষ্ট্রের স্থায়িত্বের জন্যও দরকারি… এটির ভালো ব্যবস্থাপনা মুখ্য ব্যাপার৷’’

অভিবাসন এবং অভিবাসীদেরকে সমাজের মূলস্রোতে একীভূত হতে উৎসাহিত করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে স্পেন৷ নিয়মিত কর প্রদান করা অভিবাসী কর্মী বাড়াতে এবং বুড়িয়ে যাওয়া জনশক্তির নেতিবাচক প্রভাব কমাতে অনেক অনিবন্ধিত অভিবাসীকে বৈধ করার উদ্যোগ নিয়েছে দেশটি৷ ২০২৭ সাল নাগাদ তিন লাখের মতো অনিয়মিত অভিবাসীকে বৈধভাবে বসবাসের অনুমতি দিতে চায় স্পেন৷ দেশটিতে বর্তমানে অনিবন্ধিত অভিবাসীর সংখ্যা ছয় লাখের মতো৷

১৯৮৬ থেকে ২০০৫ সাল অবধি সময়েও বারো লাখের মতো অনিয়মিত অভিবাসীকে বৈধ করে নিয়েছিল স্পেন৷ দেশটির বিশেষজ্ঞরা মনে করেন, অনিয়মিত অভিবাসীরা অনানুষ্ঠানিক অর্থনীতিতে কাজ করে অর্থ উপার্জন করলেও সরকারের বিশেষ লাভ হয় না৷ কারণ তখন তারা আয়কর দেন না বা সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অবদান রাখেন না৷ ফলে তাদেরকে বৈধ করে নেয়াটা সুবিধাজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা৷

গত বছরের জানুয়ারিতে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, স্পেনের মোট জনসংখ্যার ১৮.১ শতাংশের জন্ম স্পেনের বাইরে হয়েছিল৷ আর তাদের মধ্যে ৪২ শতাংশের বয়স ২৫ থেকে ৪৪ বছরের মধ্যে৷

অভিবাসীদের নিয়ে স্পেনের মানুষের মধ্যে ইতিবাচক ধারণাই বেশি৷ স্ট্যাটিসটিকার সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ৭৫ শতাংশ তরুণই মনে করেন যে অভিবাসীদের বিভিন্ন প্রথার প্রতি সম্মান জানানো উচিত যতক্ষণ না তা দেশটির সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে৷ কিছু মানুষ অবশ্য এমনটাও ভাবেন যে অভিবাসীদের কারণে অপরাধ বেড়েছে৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com