1. [email protected] : চলো যাই : cholojaai.net
স্পা থেকে সিনেপ্লেক্স যা যা আছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমানবন্দরে
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ মিলবে দুই মাস, দিনে ২ হাজারের বেশি পর্যটক নয় এশিয়ার ৭ দেশ, যেখানে হেঁটে ভ্রমণ কষ্টকর নাগরিকত্ব নিয়মে বড় পরিবর্তন, বিদেশিদের জন্য কানাডার নতুন সুখবর ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর প্রস্তুত ট্রাম্পের গোল্ড কার্ডের খসড়া,কী সুবিধা থাকছে নতুন অফারে অ্যামাজন–আলিবাবা ব্যবহার করে পণ্য বিক্রি করতে পারবেন দেশের রপ্তানিকারকরা কানাডায় নাগরিকত্ব পাওয়া আরও সহজ হচ্ছে ডিসেম্বরে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া যাত্রীদের দ্রুতগতির স্টারলিংক ফ্রি ওয়াইফাই সুবিধা দেবে এমিরেটস-ফ্লাই দুবাই

স্পা থেকে সিনেপ্লেক্স যা যা আছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমানবন্দরে

  • আপডেট সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বিশ্বে আকাশপথে চলাচলের ক্ষেত্রে অপেক্ষমাণ যাত্রীদের জন্য বেশিরভাগ বিমানবন্দরই আরামদায়ক কোনও জায়গা নয়। তবে কিছু ব্যতিক্রমও রয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইঞ্চিয়ন তেমনই এক বিমানবন্দর।

অপেক্ষমাণ যাত্রীদের আরাম ও বিনোদনের জন্য ইঞ্চিয়ন বিমান বন্দরে আছে স্পা সেন্টার, গোসলের ব্যবস্থা, স্টিমবাথ বা বাষ্পীয় গোসলের ব্যবস্থা, সিনেপ্লেক্স, স্কেটিং রিংক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কোরিয়ার সংস্কৃতির প্রদর্শনী, কোরিয়ান সংস্কৃতি সংক্রান্ত জাদুঘর, বিশ্রাম ও ঘুমানোর জন্য কক্ষ। সবকিছু আছে বিমানবন্দরের ভেতরেই।

ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ও মার্কিন নাগরিক লুসি কিউ ২০২৩ সালে একবার নিউইয়র্ক থেকে লন্ডনে গিয়েছিলেন। পথে আট ঘণ্টার যাত্রাবিরতিতে ইঞ্চিয়ন বিমানবন্দরে থাকতে হয়েছিল তাকে। সেই যাত্রাবিরতির সময় বিমানবন্দরের প্যারাডাইস সিটি কমপ্লেক্স এলাকায় স্পা পরিষেবা নেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে এ অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন লুসি। ভিডিওতে তিনি বলেছেন, “বিমানবন্দরের অ্যারাইভাল টার্মিনাল থেকে আমি বাসে উঠে প্যারাডাইস সিটি কমপ্লেক্সে যাই। বাসভ্রমণের জন্য আমার কোনও অর্থ খরচ করতে হয়নি। আমি সেখানে একটি হোটেলে উঠেছিলাম এবং সেখানেই স্পার ব্যবস্থা ছিল।”

লুসি বলেন, প্যারাডাইস সিটি কমপ্লেক্সে স্পা পরিষেবা নিয়েছিলেন তিনি। এজন্য অবশ্য টিকিট কাটতে হয়েছিল তাকে। সাধারণভাবে এই টিকিটের দাম ৬০ হাজার ওউন (কোরিয়ার মুদ্রা) বা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ২৫৪ টাকা। তবে পিক আওয়ারে বা যাত্রীদের ভিড় বেশি হলে টিকিটের দাম ৭০ হাজার ওউন বা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ১৩০ টাকা পর্যন্ত ওঠে।

প্যারাডাইস সিটি কমপ্লেক্সের স্পা বিভাগটি বেশ সমৃদ্ধ এবং বহু ধরনের স্পা পরিষেবার ব্যবস্থা সেখানে আছে। এমনকি স্পা পরিষেবা নিতে আসা লোকজনের জন্য খাবারের ব্যবস্থাও আছে। লুসি কিউ বলেন, স্পা সেন্টারে তিনি একটি পিজ্জা অর্ডার করেছিলেন এবং সেটি ছিল খুবই সুস্বাদু।

লুসি জানান, ইঞ্চিয়ন বিমানবন্দরে যাত্রাবিরতির সময় অবস্থান, খাবার ও বিভিন্ন পরিষেবা গ্রহণ বাবদ তার খরচ পড়েছে মাত্র ৫০ ডলার।

‘আমি আমার জীবনে এর আগে কখনও এত চমৎকার যাত্রাবিরতি কাটাইনি”, ভিডিওতে বলেন লুসি কিউ।

সূত্র : এক্সপ্রেস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com