আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশীয় সরকার। “বিয়াসিসওয়া কেমিত্রান নেগারা বার্কেমবাং ( কেএনবি) ” স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় ৩১টি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে অধ্যায়নের সুযোগ পাবে। আবেদনের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি ২০২৪।
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ অর্থায়িত টিউশন ফির পাশাপাশি সেটেলমেন্ট ভাতা।
*জীবনযাপন ভাতা বা লিভিং অ্যালাউন্স।
*ইন্দোনেশিয়ার ভাষা শিক্ষা কোর্স।
*রাউন্ড-ট্রিপ ইকোনমি বিমান টিকিট।
*স্বাস্থ্যবিমা।
*মাসিক গবেষণা ও বই ভাতা দেওয়া হবে।
*পড়াশোনা শেষ করার পর শিক্ষার্থীদের গবেষণা প্রকাশনাও থাকবে।
স্কলারশিপের সংখ্যাঃ-
মোট স্কলারশিপ দেওয়া হবে ২২২ টি। এর মধ্যে স্নাতক পর্যায়ে ৩০, স্নাতকোত্তর পর্যায়ে ১৬২ ও ডক্টরাল পর্যায়ে ৩০টি।
প্রোগ্রামের মেয়াদঃ-
*সর্বোচ্চ এক বছর মেয়াদি ইন্দোনেশিয়ান ভাষা কোর্স ও মাস্টার প্রিপারেটরি প্রোগ্রাম।
*সর্বোচ্চ ৪৮ মাস (৮ সেমিস্টার) মেয়াদি স্নাতক ডিগ্রি।
*সর্বোচ্চ ২৪ মাস (৪ সেমিস্টার) মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি।
*সর্বোচ্চ ৪৮ মাস (৮ সেমিস্টার) মেয়াদি ডক্টরেট ডিগ্রি।
আবেদনের যোগ্যতা:
* স্নাতক: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২১ বছর। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণসহ ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষায় টোয়েফল আইটিপি ৪৭৭, টোয়েফল আইবিটি ৫৩, আইইএলটিএস ৫ দশমিক ৫, টোয়িক ৫১০ স্কোর অর্জন করতে হবে। আবেদনের গত দুই বছরের মধ্যে অর্জন করা প্রশংসাপত্র গ্রহণযোগ্য।
* স্নাতকোত্তর: আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর। স্নাতক ডিগ্রিসহ ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষায় টোয়েফল আইটিপি ৫০০, টোয়েফল আইবিটি ৬১, আইইএলটিএস ৬, টোয়িক ৫৭৫ স্কোর থাকতে হবে। আবেদনের প্রশংসাপত্র দুই বছরের মধ্যে প্রাপ্ত হতে হবে।
* পিএইচডি: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিসহ ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষায় টোয়েফল আইটিপি ৫৩০, টোয়েফল আইবিটি ৭১, আইইএলটিএস ৬, টোয়িক ৬৪০ স্কোর থাকতে হবে। আবেদনের সময় গত দুই বছরের মধ্যে অর্জন করা প্রশংসাপত্র গ্রহণযোগ্য।
প্রয়োজনীয় নথি:
* পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি।
* একাডেমিক সকল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট।
* রিকমেন্ডেশন লেটার।
* ভাষা দক্ষতার সনদ।( সনদপত্রটি অবশ্যই গত ২ বছরের মধ্যে প্রাপ্ত হতে হবে)।
* মেডিকেল ক্লিয়ারেন্স।
* রিসার্চ প্রপোজাল।
আবেদন প্রক্রিয়াঃ-
অনলাইনে আবেদন করা যাবে।