1. [email protected] : চলো যাই : cholojaai.net
স্ট্যাচু অব লিবার্টি
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সস্তায় বিদেশ ভ্রমণ: স্বপ্নকে সত্যি করার বিজ্ঞানসম্মত গাইড ব্রিটেনে ভিসা বদল, বাংলাদেশিদের জন্য কী পরিবর্তন ক্রিপটিক গর্ভাবস্থা – যখন নিজেই জানেন না আপনি গর্ভবতী পর্যটন ভিসায় বিদেশ গিয়ে কাজ করলে কী কী শাস্তি হতে পারে স্পা থেকে সিনেপ্লেক্স , যা যা আছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমানবন্দরে তিন বছরে পাঁচ লাখ কর্মী নেবে ইটালি, সুযোগ পেতে পারেন বাংলাদেশিরাও চলতি বছরের প্রথম ছয় মাসে ইইউতে অভিবাসী কমেছে ২০ ভাগ, শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ ভারতের এই গ্রামে মেয়েদেরকে কাপড় ছাড়াই থাকতে হয়

স্ট্যাচু অব লিবার্টি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক হারবারের একটি দৃশ্য সবারই অতি পরিচিত। বিশাল এক মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন রোমান দেবী লিবার্তাস। ভাস্কর্যটি ‘স্ট্যাচু অব লিবার্টি’ নামে পরিচিত। এটি দাঁড়িয়ে আছে নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকানসহ সব পর্যটককে স্বাগত জানায়।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে ভাস্কর্যটি উপহার দিয়েছিল ২৮ অক্টোবর ১৮৮৬ সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেদিন আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের কাছ থেকে স্ট্যাচুটি উপহার হিসেবে গ্রহণ করেন। তাই প্রতিবছর ২৮ অক্টোবর ‘স্ট্যাচু অব লিবার্টি’র জন্মদিন পালন করা হয়। ফ্রান্সের ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি ছিলেন ‘স্ট্যাচু অব লিবার্টি’র মূল নকশাকার।
‘স্ট্যাচু অব লিবার্টি’ নামে বিশ্ববাসী মূর্তিটিকে চিনলেও এর প্রকৃত নাম ‘লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড’। বহু লোকের নিরলস পরিশ্রম ও ধৈর্যের ফসল এই ভাস্কর্য আজ মার্কিনদের জাতীয়তাবোধের এক অবিচ্ছেদ্য অংশ।

‘স্ট্যাচু অব লিবার্টি’র মোট ওজন ২২৫ টন বা ৪৫ হাজার পাউন্ড। একে লাইট হাউস হিসেবে ব্যবহার করা হয়েছিল প্রায় ১৬ বছরের মতো।

২৪ মাইল দূর থেকেও সেই লাইট হাউসের আলো দেখা যেত। উচ্চতা ৩০৫ ফুট ৬ ইঞ্চি। এটি উত্তর আমেরিকার সবচেয়ে বড় ভাস্কর্যের গৌরব দখল করে আছে। বাতাসের বেগ বেশি হলে এই স্ট্যাচুটি ৩ ইঞ্চি ও এর মশালটি ৬ ইঞ্চি পর্যন্ত দুলতে পারে। বিশাল ভাস্কর্যটির ডিজাইন করা হয়েছে রোমান সভ্যতার ভাস্কর্যগুলোর আদলে।
‘স্ট্যাচু অব লিবার্টি’র মাথায় উঠতে ৩৫৪টি সিঁড়ির ধাপ অতিক্রম করতে হয়। একেবারে ওপরে দেবীর মুকুটে আছে ২৫টি জানালা, যা দিয়ে চারপাশটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। মুকুটে মোট সাতটি স্পাইক ব্যবহার করা হয়, যা দিয়ে সাত মহাদেশকে নির্দেশ করা হয়েছে।

‘স্ট্যাচু অব লিবার্টি’র কাঠামোর প্রধান উপকরণ হলো তামা। তাই বর্তমানে অতিরিক্ত জারণের কারণে স্ট্যাচুটি সবুজ বর্ণ ধারণ করেছে। এর চারপাশ ঘিরে থাকা সামুদ্রিক জলীয় বাষ্পের কারণে এই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে বলে ধারণা করা হয়।

ইন্দ্রজিৎ মণ্ডল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com