বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

স্ট্যাচু অব লিবার্টি

  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩
Manhattan skyline at night and Statue of Liberty.
আমেরিকার ইতিহাস ও ঐতিহ্যের সবচেয়ে বড় নিদর্শন স্ট্যাচু অব লিবার্টি ৷
শত বছরেরও বেশি সময় ধরে আটলান্টিক সাগরের পাড়ে দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচু অব লিবার্টি।
১.
আমেরিকার স্বাধীনতার শতবর্ষে ১৮৭৬ সালের ৪ জুলাই এই মূর্তিটি ফ্রান্স আমেরিকার জনগণকে উপহার হিসাবে দেয়। ১৮৮৬ সালের অক্টোবর মাসে এটি স্হাপন করা হয় ৷
২.
এর উচ্চতা ৩০৫ ফুট। এটি আমেরিকার সবচেয়ে উঁচু মূর্তি।
৩.
ফ্রেঞ্চ ভাস্কর অগাস্টাস বার্থোলডি স্ট্যাচু অব লিবার্টির ডিজাইন করেন।
৪.
এটি বানাতে ফ্রান্সের খরচ হয় আড়াই লাখ ডলার।
৫.
মূর্তিটিকে যে স্থাপনার ওপর বসাতে হয়েছে তা বানাতেও আমেরিকা খরচ করে ২ লাখ ৭৫ হাজার ডলার।
৬.
এই স্থাপনার অনেকটা অংশ বানানো হয় সাধারণ জনগণের পয়সায়।
৭.
এই মূর্তি সব সময় কিন্তু স্ট্যাচু অব লিবার্টি নামে পরিচিত ছিল না। ১৯২৪ সাল পর্যন্ত একে ‘লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড’ নামে ডাকা হতো।
৮.
এই মূর্তি বসানোর পর আশপাশের অন্যান্য শহরের গুরুত্ব বৃদ্ধি পায়।
৯.
তামা ধাতু দিয়ে এর বাইরের অংশ তৈরি করা হয়। এর ঘনত্ব মাত্র ২.৫ মিলিমিটার।
১০.
এই মূর্তির রং সব সময় এমন ছিল না। আসলে এটি অনেকটা মরচে পড়া লোহার মতোই দেখা যেত।
১১.
এর অভ্যন্তরীণ কাঠামো ডিজাইন করেন গুস্তাভ আইফেল।
১২.
প্রচণ্ড বাতাসে স্ট্যাচুটি কয়েক ইঞ্চি পর্যন্ত দুলতে থাকে।
১৩.
এর ডানহাতে অর্থাৎ যে হাতটি মশাল ধরে রয়েছে তার ভেতরে ৪২ ফুট লম্বা মই রয়েছে। পরিচর্যার জন্যে এই মই বেয়ে উঠতে হয়।
১৪.
এই মশালের প্ল্যাটফর্মে দর্শনার্থীদের ওঠা নিষেধ করা হয় ১৯১৬ সাল থেকে।
১৫.
পরিচর্যার জন্য প্রকৌশলীরা মূর্তিটির ডানপায়ের নিচ দিয়ে প্রবেশ করেন। ওটাই এর প্রবেশদ্বার।
১৬.
এই মূর্তির পায়ে যে জুতো পরা রয়েছে তার মাপ ৮৭৯
সংগৃহীত

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com