1. [email protected] : চলো যাই : cholojaai.net
স্টাডি ইন আমেরিকা
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
Uncategorized

স্টাডি ইন আমেরিকা

  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১

ইদানিং আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা পড়তে যাচ্ছে। দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে। তবে ভাল রেজাল্টের ছেলে-মেয়েরা বৃত্তি নিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এ সমস্ত ইউনির্ভাসিটি আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম ভর্তি হতে হলে এস.এস.সি. এবং এইচ.এস.সি. তে জিপিএ ৩.০০ পেতে হবে। পোস্টগ্রাজুয়েট ভর্তির জন্য ২.৫ পেতে হবে। জি.আর.ই অথবা জিম্যাটে পেতে হবে ৫ পয়েন্ট, আই.এল.টি.এস. এ পেতে হবে ৫ পয়েন্ট ।

ভর্তির জন্য যে সমস্ত ডকুমেন্টস এবং কাগজপত্র প্রয়োজন।

* আবেদন ফরম।

* সার্টিফিকেট এবং মার্কশীট।

* আইএল টিএস বা টোফেল।

* পাসপোর্ট কপি।

* ব্যাংক একাউন্টের ৬ মাসের স্টেটমেন্ট

* ব্যাংক সলভেন্সি সাটির্ফিকেট

* জি আর বা জিম্যাট স্কোর।

ভিসা আবেদনের জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে।

* ভিসা আবেদন পত্র (পুরণকৃত এবং স্বাক্ষরিত)

* এসএসসি এবং এইচ এস সি এর সার্টিফিকেট এবং মার্কশিট (অরিজিনাল এবং ১ সেট নোটরাইজড ফটোকপি)।

* আই ই এল টি এস, টোফেল এর রিপোর্ট (অরিজিনাল এবং ১ সেট ফটোকপি)।

* আই-২০ লেটার (অরিজিনাল) ও ১সেট ফটোকপি। * সদ্য তোলা ছবি ৪ কপি।

* ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সাটির্ফিকেট এবং স্টেটমেন্ট অব সোর্স অব ইনকাম।

* পরিশোধিত এ্যামবাসি ফির রশিদ।

ডিউরেশন                                             টিউশন ফি (প্রতি বছর)                        লিভিং এক্সপেন্সেস (প্রতি বছর)

আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম-৪ বছর            ৭০০০-২০০০০ ডলার                          ৫০০০ থেকে ১৫০০০ ডলার

গ্রাজুয়েট প্রোগ্রাম-২ বছর                     ১০০০০ থেকে ৩০০০০ ডলার                 ৫০০০ থেকে ১৫০০০ ডলার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com