অন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে দুই/তিন বছর মেয়াদি স্নাতকোত্তর এবং চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়। ’তিয়ানজিন গভর্নমেন্ট স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। চীনের তিয়ানজিনে ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত হয় তিয়ানজিন বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি চীনের অন্যতম সেরা একটি জাতীয় পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৪।
সুযোগ সুবিধাসমূহ
তিয়ানজিন স্কলার হওয়ার জন্য নির্বাচিত আবেদনকারীরা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন-
* টিউশন ফি।
* মাসিক উপবৃত্তি।
* আবাসন সুবিধা।
* স্বাস্থ্য বিমা।
যোগ্যতা
* আবেদনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
* নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
* স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতক ডিগ্রিধারী এবং ৩৫-বছর বয়সের কম হতে হবে।
* পিএইচডি ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং ৪০-বছর বয়সের কম হতে হবে।
* ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে। (টোফেল আইবিটি স্কোর ৮০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৬; চীনা মিডিয়ামে এইচএসকে HSK ৫ সর্বনিম্ন স্কোর ১৮০ থাকতে হবে।) ।
* তবে সর্বশেষ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সব কোর্স যদি সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়, সেটির সনদ জমা দেওয়া যাবে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য।
আবেদন করতে যা যা লাগবে
১। পাসপোর্ট।
২। ন্যাশনাল আইডি কার্ড/জন্ম নিবন্ধন কার্ড।
৩। সর্বশেষ ডিগ্রির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (ফটোকপির নোটারী বাধ্যতামূলক)।
৪। দুইটি রেকমেন্ডেশন লেটার।
৫। ভাষা দক্ষতার সার্টিফিকেট
৬। মেডিকেল সার্টিফিকেট (চীনা ফরমেট)।
৭। পুলিশ ক্লিয়ারেন্স (বাধ্যতামূলক নয়)।
৮। স্টাডি প্ল্যান/ রিসার্চ প্রপোজাল।
৯। অন্যান্য সনদপত্র।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন