ইউডব্লিউই ব্রিস্টল মাস্টার্সের জন্য ইন্টারন্যাশনাল স্কলারশিপ দিচ্ছে। ইউডব্লিউই ব্রিস্টল স্কলারশিপে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ইউডব্লিউই থেকে একটি অফার লেটার পেতে হবে।
অফার লেটার পাওয়ার পর আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই একটি কোর্স বা সাবজেক্ট নির্বাচন করতে হবে।
ইউডব্লিউই ব্রিস্টল চ্যাঞ্চেলর স্কলারশিপ
এই স্কলারশিপটি পেতে হলে প্রার্থীকে তার ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করার পর একটি আন্তর্জাতিক মানের কোম্পানি থেকে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।
যে বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থী তার মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে চায়, সেই বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীকে দেওয়া অফার লেটার এবং সম্পূর্ণ কোর্স বিবরণী ইউডব্লিউই-কে দাখিল করতে হবে।
প্রার্থীর জন্য লক্ষণীয়
শুধুমাত্র মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার জন্য এই ক্যাটাগরিতে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সম্পূর্ণ কোর্স ফি’র ৫০% এই ক্যাটাগরির স্কলারশিপে প্রদান করা হয়। এই ক্যাটাগরিতে স্কলারশিপ শুধুমাত্র এক বছরের জন্য দেয়া হয়। দুইটি সেশনের জন্য এই স্কলারশিপের জন্য প্রার্থী আহ্বান করা হয়েছে, সেপ্টেম্বর এবং জানুয়ারি।
আবেদন করার যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই একটি স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে, যা ব্রিটিশ ব্যাচেলর বা স্নাতক ডিগ্রির সমমান।
প্রার্থীকে অবশ্যই তার ইংরেজি দক্ষতার সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। যেমন আইইএলটিএস।
প্রার্থীকে অবশ্যই যুক্তরাজ্যের বাহিরের কোন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করতে হবে।
শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি-এর পরিপ্রেক্ষিতে আবেদন করতে হবে।
প্রার্থীর যদি অন্য কোনো বৃত্তি বা স্কলারশিপ প্রাপ্তি থাকে তাহলে প্রার্থী আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।
আবেদনের সময় প্রার্থীর একাডেমিক সকল মূল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি দিতে হবে।
আবেদন করার পদ্ধতি
আবেদন করার মেয়াদ শেষ হবে ২৬ মে তারিখে। উক্ত তারিখের মধ্যে প্রার্থীকে ব্রিটিশ সমমান স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে এবং সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট দাখিল করতে হবে।
যেসকল প্রার্থীরা ইউডব্লিউই থেকে অফার লেটার পাবে শুধুমাত্র তারাই ২৬ মে তারিখের মধ্যে ইউডব্লিউই ওয়েব পোর্টাল থেকে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
যদি প্রার্থী নির্বাচিত হয়ে থাকে, তাহলে ২৮ জুন তারিখের মধ্যে প্রার্থীকে ইমেইল করে জানিয়ে দেয়া হবে।
যদি প্রার্থী স্কলারশিপ গ্রহণ করে, তবে অফার লেটার পাওয়ার এক সপ্তাহের মধ্যে ইউডব্লিউই ব্রিস্টলকে ৩,০০০ পাউন্ড জমা দিতে হবে। পরবর্তীতে ইউডব্লিউই যা প্রার্থীকে ফেরত দেবে। এটা জমা দেওয়ার মূল কারণ হলো, প্রার্থীর অবশিষ্ট খরচ এবং টিউশন ফি প্রদান করার সক্ষমতা রয়েছে এটা বোঝানোর জন্য।
মিলেনিয়াম স্কলারশিপ
এই ক্যাটাগরির স্কলারশিপের জন্য প্রার্থীকে তার ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করার পর অবশ্যই আন্তর্জাতিক মানের একটি কোম্পানিতে ইন্টার্নশিপ সম্পন্ন করা থাকা লাগবে, এবং কোর্সের পুরো সময় জুড়ে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে প্রার্থীর সম্পূর্ণ কার্যকলাপের বিবরণী প্রদানের প্রয়োজন হবে।
স্কলারশিপটি স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার জন্য দেওয়া হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ টিউশন ফি-এর ৫০% প্রদান করা হয়। এক শিক্ষা বর্ষের জন্য এই অর্থ প্রদান করা হয়। দুইটি সেশনের জন্য এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থী আহ্বান করা হয়েছে, সেপ্টেম্বর ২০১৯ এবং জানুয়ারি ২০২০।
আবেদন করার যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই একটি স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে, যা ব্রিটিশ ব্যাচেলর বা স্নাতক ডিগ্রির সমমান।
প্রার্থীকে অবশ্যই তার ইংরেজি দক্ষতার সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। যেমন আইইএলটিএস।
প্রার্থীকে অবশ্যই যুক্তরাজ্যের বাহিরের কোন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করতে হবে।
শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি-এর পরিপ্রেক্ষিতে আবেদন করতে হবে।
প্রার্থীর যদি অন্য কোনো বৃত্তি বা স্কলারশিপ প্রাপ্তি থাকে তাহলে প্রার্থী আবেদনের অযোগ্য বলে অবিবেচিত হবে।
আবেদনের সময় প্রার্থীর সকল মূল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি দিতে হবে।
আবেদন করার পদ্ধতি
আবেদন করার মেয়াদ শেষ হবে ২৬ মে তারিখে। উক্ত তারিখের মধ্যে প্রার্থীকে ব্রিটিশ সমমান স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে এবং সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট দাখিল করতে হবে।
যেসকল প্রার্থীরা ইউডব্লিউই থেকে অফার লেটার পাবে শুধুমাত্র তারাই ২৬ মেতারিখের মধ্যে ইউ ডব্লিউ ই ওয়েব পোর্টাল থেকে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
যদি প্রার্থী নির্বাচিত হয়ে থাকে তাহলে ২৮ জুন তারিখের মধ্যে প্রার্থীকে ইমেইল করে জানিয়ে দেওয়া হবে।
যদি প্রার্থী স্কলারশিপ গ্রহণ করে, তবে অফার লেটার পাওয়ার এক সপ্তাহের মধ্যে ইউডব্লিউই ব্রিস্টলকে ৩,০০০ পাউন্ড জমা দিতে হবে। পরবর্তীতে ইউডব্লিউই প্রার্থীকে তা ফেরত দেবে। এটা জমা দেওয়ার মূল কারণ হলো, প্রার্থীর অবশিষ্ট খরচ এবং টিউশন ফি প্রদান করার সক্ষমতা রয়েছে এটা বোঝানোর জন্য।
ইউডব্লিউই এমবিএ স্কলারশিপ
এমবিএ করার জন্য ইউডব্লিউই এমবিএ স্কলারশিপ দিচ্ছে। শুধুমাত্র ফুলটাইম পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হবে।
এক বছরের সম্পূর্ণ টিউশন ফি-এর উপর ৫০% স্কলারশিপ দেয়া হবে। সেপ্টেম্বর ২০১৯ এবং জানুয়ারি ২০২০ সেশনের জন্য ইউডব্লিউই ব্রিস্টল এই স্কলারশিপের জন্য শিক্ষার্থী আহ্বান করেছে।
আবেদনের যোগ্যতা
প্রার্থীকে একটি ব্রিটিশ ব্যাচেলর ডিগ্রি সমমান ডিগ্রি অর্জন করতে হবে।
প্রার্থীকে তার ইংরেজি দক্ষতার সার্টিফিকেট প্রদান করতে হবে যেমন আইইএলটিএস সার্টিফিকেট।
প্রার্থীকে যেকোনো কোম্পানিতে অন্তত তিন বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই যুক্তরাজ্যের বাইরে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে তার ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করতে হবে।
প্রার্থীর অন্য কোনো স্কলারশিপ বা স্পন্সর থাকলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে।
একাডেমিক সকল মূল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দাখিল করতে হবে।
আবেদনের পদ্ধতি
ইউডব্লিউই ব্রিস্টলের অন্যান্য স্কলারশিপের মতোই এই ক্যাটাগরির প্রার্থীকে ইউডব্লিউই থেকে আগে অফার লেটার গ্রহণ করতে হবে। তারপর তাদের নির্দিষ্ট ওয়েব পোর্টালে ২৬ মে তারিখের মধ্যে আবেদন করতে হবে।