বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

স্কলারশিপ দিচ্ছে বাগদাদের মুস্তানসিরিয়াহ বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩

ইরাকের বাগদাদে অবস্থিত মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বৃত্তি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়টি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তি দেবে। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে মোট ৪৬৫ জন বৃত্তি পাবেন। স্নাতক পর্যায়ে ২৬৫ জন, স্নাতকোত্তরে ১২৫ ও পিএইচডি পর্যায়ে ৭৫ জনকে বৃত্তি দেওয়া হবে।

বাংলাদেশি শিক্ষার্থীরা এই সুযোগ নিতে পারেন। ১৫ মার্চ আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইনে আবেদনের সুযোগ থাকবে ১৫ জুন পর্যন্ত।

আবেদনের যোগ্যতা
* আন্ডারগ্র্যাজুয়েট (বিএসসি) প্রোগ্রামে ভর্তির জন্য মেডিসিনের শিক্ষার্থীদের শতকরা ৮৫, দন্তচিকিৎসা ও ফার্মেসিতে ৭৫, ইঞ্জিনিয়ারিং ও নার্সিংয়ে ৬৫ এবং মানবিক ও বিজ্ঞানসংক্রান্ত সব বিষয়ের শিক্ষার্থীদের শতকরা ৬০ নম্বর থাকতে হবে।

শিক্ষার্থীদের জন্য করণীয়

* শিক্ষার্থীদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইরাকি দূতাবাস বা নিজ দেশের অ্যাটাশে কর্তৃক স্নাতকের সনদ যাচাই করে নিতে হবে;

* ১ অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে দুই বছর মেয়াদ থাকতে হবে পাসপোর্টের।

* প্রজেক্ট প্রপোজাল দিতে হবে।

* শিক্ষার্থীর অধ্যয়ন করা বিষয়ের প্রমাণ হিসেবে অধ্যাপকের কাছ থেকে দুটি সুপারিশপত্র থাকতে হবে।

* বিশ্ববিদ্যালয় কর্তৃক আবশ্যকীয় রেসিডেন্স প্রমাণসহ ও অন্য কাগজপত্র থাকতে হবে।

* দণ্ডপ্রাপ্ত না হওয়া ও স্বাস্থ্য সনদ থাকতে হবে।

* একজন শিক্ষার্থী আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। একাধিক আবেদন করা যাবে না।

শিক্ষাকাল
* আন্ডারগ্র্যাজুয়েট (বিএসসি) প্রোগ্রামে শিক্ষাকাল চার বছর সব শিক্ষার্থীর জন্য। তবে মেডিসিন থেকে আসা শিক্ষার্থী ছয় বছর, দন্তচিকিৎসা, ফার্মেসি ও স্থাপত্যবিদ্যা থেকে আসা শিক্ষার্থীদের জন্য পাঁচ বছর শিক্ষাকাল।

* মাস্টার্স (বিএসসি)-তে ২ সেমিস্টার এবং ১ বছর (মোট ২৪ মাস বা কমপক্ষে ১৮ মাস) পড়তে হবে।

* ডক্টরাল প্রোগ্রাম (পিএইচডি)-তে ২ সেমিস্টার ও ২ বছরের গবেষণাকাল (৩৬ মাস বা কমপক্ষে ৩০ মাস)।

আবেদনের লিংক
https://cc.uomustansiriyah.edu.iq/scholarship/ এ বৃত্তির বিস্তারিত তথ্য মিলবে।

আবেদনের ফলাফল
আবেদন গ্রহণের এক মাসের মধ্যে ১৫ জুলাই ২০২৩ তারিখে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com