দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে শতভাগ স্কলারশিপের সুযোগ দিচ্ছে। ‘ইউএসটি স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। আবেদন করতে কোনো ফি লাগবে না। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ মে ২০২৫।
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০০৩ সালে দেশটির বিজ্ঞান মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধা
*স্নাতকোত্তরে প্রতি মাসে দেবে ১০০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ২১ হাজার ৮৫২ টাকা);
*পিএইচডিতে প্রতি মাসে দেবে ১৩০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা);
*কোনো আবেদন ফি লাগবে না;
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;
*দুর্ঘটনা, মেডিকেল চেকআপ, ই-লাইব্রেরি, কাউন্সেলিং ইত্যাদির জন্য সহায়তা দেবে;
*বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ আছে;
আবেদনের যোগ্যতা
*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে;
*পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে;
*ইংরেজি ভাষাদক্ষতার সনদ প্রদর্শন করতে হবে;
*নেতৃত্বের দক্ষতাকে প্রধান্য দেবে;
দরকারি নথিপত্র
*গবেষণা প্রস্তাব;
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*মাস্টার্সের থিসিস;
*সুপারিশপত্র;
*পাসপোর্টের কপি;
*পাসপোর্ট সাইজের ছবি;
আবেদন যেভাবে
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
অধ্যয়নের বিষয়সমূহ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ মে ২০২৫।