রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

সৌদি অভিজাতদের গন্তব্য

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

সৌদি আরবের উত্তর-পশ্চিম তাবুক প্রদেশের পরিকল্পিত এক শহর নিওম। সাড়ে ২৬ হাজার বর্গকিলোমিটারের অঞ্চলটির অবস্থান আকাবা উপসাগরের কোলে। শহরটিতে চালু হচ্ছে বিচ ক্লাব ‘জায়নর’। এক বিবৃতিতে নিওম কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাবটি শুধু সদস্যরা ব্যবহার করতে পারবেন।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে স্থাপনার ছবি। এতে উপসাগরীয় মনোরম দৃশ্যের মাঝে ক্লাবের স্থাপত্যশৈলী বিশেষভাবে নজর কাড়ছে। বোঝাই যাচ্ছে, ক্লাবের সদস্যরা সৌদি স্থাপত্য উদ্ভাবনের নতুন নির্দেশনার পাশাপাশি উপকূলের নয়ন জুড়ানো সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, অবসর, বিনোদন ও সামাজিক পরিবেশ উপভোগের মনোরম সুবিধা দেবে জায়নর। প্রবেশদ্বার থেকে স্থাপনার অন্যান্য অংশে থাকছে শ্বাসরুদ্ধকর আয়োজন, যার বেশির ভাগ অংশই সাজানো হয়েছে সবুজ গাছপালায়। সুনিবিড় প্রাকৃতিক পরিবেশের আমেজ দেয়া প্রধান সড়কটি সমুদ্র সৈকত পর্যন্ত বিস্তৃত। ক্লাবে থাকছে প্রাইভেট পুল, বিচ সাইড লাউঞ্জ, গুরমিট ডাইনিং, বিনোদন কেন্দ্র, বিলাসবহুল স্পা ও নিরাময় কেন্দ্রসহ বিভিন্ন ধরনের সেবা।

এছাড়া ফ্যাশন ও শিল্পপণ্যের সঙ্গে থাকছে বিশেষ লাউঞ্জ। জায়নর ছাড়াও নিওমে একগুচ্ছ পর্যটন ও বিনোদন কেন্দ্রের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। এ শহরে দুই সপ্তাহ আগে উন্মোচন হয়েছে বিলাসবহুল পর্যটন কেন্দ্র জারদুন।

সূত্র : আরব নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com