এছাড়াও ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে।
এখন থেকে ভ্রমণের সময় সৌদি আরবে ট্রানজিট ভিসা নিয়ে ওমরাহ হজ পালন করতে পারবেন বাংলাদেশিরা। তবে এই ট্রানজিট শুধুমাত্র সৌদি আরবের মালিকানাধীন এয়ারলাইনসগুলোর যাত্রীরা পাবেন।
পাশাপাশি ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবেন বাংলাদেশিরা। আর ওমরাহ ভিসার মেয়াদ হবে ৯০ দিন, যা এতোদিন ৩০ দিন ছিল।
বাংলাদেশে সফররত সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়ার সাথে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
এছাড়াও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, বাংলাদেশিদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে আন্তরিকভাবে কাজ করছেন তারা। বিশেষ করে নারী হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সুবিধার সৃষ্টি করা হবে।