প্রথমবারের মতো ট্যুরিস্ট ভিসা চালু করেছে মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র সৌদি আরব। আগে কেবল হজ্জ পালনের জন্য সাধারণ মানুষদের ভিসা দিয়ে থাকলেও এবার থেকে তারা শুরু করছে ভ্রমণের ব্যবস্থা। দেশটির গণমাধ্যম সূত্রে জানা যায়, গত শুক্রবার প্রায় ৪৯টি দেশের নাগরিকের জন্য আনুষ্ঠানিকভাবে পর্যটন ভিসা সংক্রান্ত ঘোষণা দেয় সৌদি আরব।
এমন উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে দেশের অর্থনীতির বৈচিত্র্য আনা। ভ্রমণের এক নতুন দ্বার উন্মুক্ত করাই মূলত এর প্রধান উদ্দেশ্য। দেশটির ক্রাউন প্রিন্স সালমানের ভিশন ২০৩০ এর অংশ হিসেবে সৌদিতে আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন, আর এর অংশ হিসেবেই নেয়া হয়েছে এই উদ্যোগ। এই ঘোষণায় পর্যটন ভিসা সম্পর্কিত ১০টি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এতে জানতে পারবেন কীভাবে পাবেন সৌদি আরবের পর্যটন ভিসা। আসুন জেনে নেই সেই সম্পর্কে-
১. সৌদি আরবের পর্যটক ভিসা ফি ৪৪০ রিয়াল।
২. ট্যুরিস্ট ভিসা ওয়েবসাইটের মাধ্যমে নেয়া যাবে।
৩. অনলাইনের মাধ্যমে এই ভিসা ৫ থেকে ৩০ মিনিটের মধ্যে বের করা যাবে।
৪. এই ভিসার মেয়াদ থাকবে এক বছর।
৫. এ ভিসা কেবল ১৮ বছর বা তার বেশি বয়সের লোকদের দেওয়া হবে।
৬. সব ধর্মের মানুষই এই ভিসা পাবেন।
৭. ট্যুরিস্ট ভিসার আবেদনের জন্য সৌদি আরবে প্রবেশের সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে
হবে।
৮. এ ভিসাধারী ব্যক্তি এক বছরের মধ্যে ৯০ দিন সৌদি আরবে থাকতে পারবেন।
৯. ট্যুরিস্ট ভিসাধারী সৌদি আরবের ৬টি প্রধান রুটের মাধ্যমে দেশে প্রবেশ করতে পারবেন। এর বাইরে কোন
রুটে তাকে ঢুকতে দেয়া হবে না।
১০. ট্যুরিস্ট ভিসা মোট ৩টি উপায়ে পাওয়া যাবে।
১. নির্ধারিত ওয়েবসাইটে ‘অনলাইন’ নিবন্ধনের মাধ্যমে।
২. সীমান্ত ক্রসিং করার সময়ও ভিসা নিতে পারবেন। বিমানবন্দরগুলোতে ভিসা পাওয়ার সুযোগ-সুবিধা দেওয়া হবে।বিমানবন্দরগুলো হচ্ছে- কিং খালিদ বিমানবন্দর, কিং আবদুল আজিজ বিমানবন্দর, কিং ফাহাদ বিমানবন্দর, যুবরাজ মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর এবং আল-বাহা গ্রাউন্ড ফ্রন্টিয়ার।
৩. অনুমোদিত দেশগুলোতে সৌদি দূতাবাস ও কনস্যুলেটের প্রতিনিধিদের মাধ্যমেও ভিসা পেতে পারবেন।
মীর মাইনুল ইসলাম