শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

সেপ্টেম্বর থেকে গুয়াংজু-ব্যাংকক রুটে বাড়ছে ইউএস-বাংলার ফ্লাইট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

স্বাধীনতার পর চীনের কোনো প্রদেশে ফ্লাইট পরিচালনা করা প্রথম বাংলাদেশি এয়ারলাইন্স হলো ইউএস-বাংলা। ২০১৮ সালের ২৬ এপ্রিল থেকে গুয়াংজু রুটে প্রতিনিয়ত ফ্লাইট পরিচালনা করে আসছে এয়ারলাইন্সটি। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপের সময়েও ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

কোভিড পরবর্তী সময়ে যাত্রীদের চাহিদা ও কোভিডের নানাবিধ বিধি-নিষেধ উঠে যাওয়ায় পরিকল্পনামাফিক ঢাকা-গুয়াংজু রুটে আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে সপ্তাহে তিনদিন ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে রাত ১০টা ১০ মিনিটে গুয়াংজুর উদ্দেশে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। ফ্লাইটগুলো গুয়াংজুতে পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে।

এছাড়া, গুয়াংজু থেকে সপ্তাহে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার ভোর ৫টায় ঢাকার উদ্দেশে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ফ্লাইটগুলো সকাল ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ঢাকা-গুয়াংজু রুটের ন্যূনতম ওয়ানওয়ের ভাড়া ৩০ হাজার ৬৬৯ টাকা ও রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৫৪০ টাকা।

dhakapost

আবার ব্যাংকক থেকে প্রতিদিন দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ইউএস-বাংলার ফ্লাইট এবং ঢাকায় এসে অবতরণ করবে বিকেল ৪টা ২৫ মিনিটে। বর্তমানে সপ্তাহে চারদিন ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট চলাচল করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ঢাকা-ব্যাংকক রুটের ন্যূনতম রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৮৪৩ টাকা।

ব্যাংকক এবং গুয়াংজু ছাড়াও ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরের সব রুটে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।

ব্যাংকক ও গুয়াংজু রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। বর্তমানে ইউএস-বাংলার বহরে আটটি বোয়িং ৭৩৭-৮০০, নয়টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট রয়েছে। খুব শিগগিরই ইউএস-বাংলার বহরে দুটি এয়ারবাস ৩৩০সহ মোট ছয়টি ওয়াইড বডি ও ২০টি ন্যারোবডি এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে ঢাকা-দিল্লি ও ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com