স্কটল্যান্ডঃ স্কটল্যান্ড অসাধারণ দেশ।সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী স্কটল্যান্ড। স্কটল্যান্ড বসবাসের জন্য খুবই ভালো ।কাশ্মিরের পর স্কটল্যান্ডই হয়তো সৌন্দর্যের ভূসর্গ।স্কটল্যান্ডে এখনো বাষ্পীয় ইঞ্জিনচালিত ট্রেন দেখা যায়। যা খুবই সুন্দর
আয়ারল্যান্ডঃ আয়ারল্যান্ড আমার সবচেয়ে প্রিয় দেশ । অত্যন্ত শান্তিপূর্ণ দেশ আয়ারল্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। শহরগুলো অত্যন্ত পরিচ্ছন্ন।
ইংল্যান্ড & ওয়েলসঃ আমার স্বপ্নের দেশ ইংল্যান্ড & ওয়েলস। মানসম্মত শিক্ষা, চিকিতসা, খাবার সবই পাওয়া যায় এখানে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং এর ওপর এমফিল করতে চাই
যুক্তরাষ্ট্রঃ আমি দেশটার অন্ধভক্ত। দেশটার আলাস্কা রাজ্যে আমি স্থায়ী বাসিন্দ
ছবি: অ্যান্টার্কটিকা, সূত্র: গুগল
সুযোগ পেলে সবার আগে ঘুরতে যাব আমাদের প্রতিবেশী ভারতে। ট্যুরিজমের জন্য আদর্শ দেশ ভারত। ভারতকে সমগ্র পৃথিবীর একটি ক্ষুদ্র সংস্করণও বলা যেতে পারে। তাই যদি কখনো সুযোগ পাই তবে এই দেশটির অরুণাচল-নাগাল্যান্ড থেকে কাশ্মীর-লাদাখ পর্যন্ত ঘুরে দেখার ইচ্ছে আছে। যদি কোনদিন প্রচুর অর্থ-সম্পদের মালিক হই তবে তিন মাস ধরে এই দেশে ঘুরতে যাব।
ভারতের পরে যেতে চাই আফগানিস্তানে। সৈয়দ মুজতবা আলীর বই পড়ে এই ইচ্ছে জাগ্রত হয়েছে।
এরপর যেতে চাই মিশরে
বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত আমার এই ছোট্ট দেশের মাত্র ৪০ ভাগ এলাকায় ঘুরতে পেরেছি। তারপরও আকাঙ্খা থাকা ভাল