শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

সুইডেনে দক্ষ অভিবাসী কর্মীদের ব্লু-কার্ড পাওয়া সহজ হচ্ছে

  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

শিগগিরই উচ্চ দক্ষতার অভিবাসীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ব্লু-কার্ড পাওয়ার শর্তগুলো সহজ করে দিচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন। ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকে আসা হাইলি স্কিলড বা উচ্চ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের ব্লু-কার্ড দেয় সদস্য দেশগুলো।

আগামী ২৭ নভেম্বর এ সংক্রান্ত পরিবর্তন নিয়ে প্রস্তাবনা দেবে সুইডিশ সংসদ সদস্যরা। ২৮ নভেম্বর এ বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। পার্লামেন্টের অনুমোদন পেলে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিয়মগুলো কার্যকর হবে।

স্থানীয় গণমাধ্যম দ্য লোকাল জানিয়েছে, চলতি মাসের শেষে পার্লামেন্টে অভিবাসন আইনের যে নতুন পরিবর্তনগুলো আসবে সেটির লক্ষ্য সুইডেনের ইইউ ব্লু-কার্ডকে বিদেশি উচ্চ যোগ্যতাসম্পন্ন অভিবাসীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা।

ইইউ ব্লু কার্ড নিয়ে নতুন আইন অনুমোদিত হলে আগামী বছর থেকে এটি পেতে সুইডেনে আবেদনকারী ব্যক্তিদের জন্য ন্যূনতম বেতনের শর্ত কমিয়ে আনা হবে।

ব্লু-কার্ড পেতে একজন ব্যক্তিকে বর্তমানে সুইডেনের মাসিক মোট গড় বেতনের দেড় গুণ (পাঁচ হাজার ১৬৫ ইউরো) বেতনের একটি চাকরির শর্ত পূরণ করতে হয়।

নতুন প্রস্তাবিত নিয়মের অধীনে এটি কমিয়ে ১.২৫ গুণ কমিয়ে (চার হাজার ৩০৪ ইউরো) করা হবে। এছাড়া বর্তমানে উচ্চ দক্ষতার বিদেশিদের নিজ সেক্টরে বেতনের শর্ত পূরণ করে ন্যূনতম এক বছরের চাকরির চুক্তির শর্ত দেখাতে হয়। আগামীতে এটার মেয়াদকাল কমিয়ে ছয় মাস করার চিন্তা করছে স্টকহোম।

এছাড়া নতুন রেসিডেন্স পারমিটের আবেদন না করেই ইইউ ব্লু-কার্ডধারীদের একটি চাকরি থেকে অন্য চাকরিতে স্থানান্তরের অনুমতিও দেওয়া দেওয়া হবে।

প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, যেসব দক্ষ অভিবাসীদের অন্য ইইউ দেশের ব্লু-কার্ড রয়েছে তারা ১৮০ দিনের মধ্যে ৯০ দিন পর্যন্ত সুইডেনে কাজ করতে পারবেন। এমন ব্যক্তিরা যেন সহজ প্রক্রিয়ায় সুইডিশ ইইউ ব্লু কার্ড পেতে পারেন সেটির লক্ষ্যে একটি সহজ প্রক্রিয়া চালু করা হবে।

সুইডিশ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, দেশটি ইইউ ব্লু-কার্ডের প্রক্রিয়াকরণের সময়ও সংক্ষিপ্ত করবে। যেন আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে না হয়। বর্তমানে ব্লু কার্ড ইস্যু করার প্রক্রিয়া ৯০ দিন সময় লাগে, সেটি কমিয়ে ৩০ দিনে আনতে চায় সুইডিশ কর্তৃপক্ষ।

প্রক্রিয়াকরণের সময় সংক্ষিপ্ত করে সুইডিশ কর্তৃপক্ষ উচ্চ যোগ্য আবেদনকারীদের জন্য দেশটিকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে।

সুইডেন ছাড়াও অন্যান্য ইইউ দেশগুলোও ইইউ ব্লু-কার্ড ইস্যু করে। সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২৩ সালে বিদেশি নাগরিকদের জন্য ইইউ দেশগুলো মোট ৮৯ হাজার ৩৭টি ব্লু-কার্ড ইস্যু করেছে।

গত বছর ভারতীয়রা ইউ ব্লু-কার্ডের প্রধান সুবিধাভোগী ছিল। মোট ২১ হাজার ২২৮ জন এটি পেয়েছিলেন। দ্বিতীয় শীর্ষে রয়েছে রাশিয়া নাম। আর তৃতীয় অবস্থানে আছে তুরস্কের নাগরিকেরা।

ইইউ দেশগুলো ২০২৩ সালে রাশিয়ানদের নয় হাজার ৪৮৮টি এবং তুরস্কের নাগরিকদের পাঁচ হাজার ৮০৩টি ইইউ ব্লু কার্ড ইস্যু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com