দ্বিতীয় খরচ হচ্ছে ট্রান্সপোর্টেশন : আমাদের কোম্পানির গাড়ি ছিলো তাই এই বিষয়েও চিন্তা করতে হয়নি। তবে আমি কৌতূহলের বসে পাবলিক ট্রান্সপোর্টের মূল্য চেক করে দেখলাম তাদের একটি টিকেট অপশন রয়েছে ; একটি সিঙ্গেল টিকেট দিয়ে আপনি বাস, ট্রাম থেকে শুরু করে মেট্রো, ট্রেইন সবধরণের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবেন। এই টিকেট ৩,৫,৭,১০ অথবা ১৪ দিনের জন্য করা যায় এবং প্রাইস শুরু হয় ২৪৪ সুইস ফ্রাঙ্ক অর্থাৎ প্রায় ৪৫ হাজার টাকা থেকে। যা বুঝলাম এটা হচ্ছে ৩ দিনের প্রাইস। তারপর বেশি দিন থাকলে প্রাইস বাড়বে। এটা হচ্ছে জনপ্রতি ট্রান্সপোর্ট খরচ।