শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন

সুইজারল্যান্ডের জেনেভায় বিনামূল্যে ইন্টার্নশিপ করার সুযোগ

  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪

জুরিখের পর সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর জেনেভা। জাতিসংঘ, রেড ক্রসসহ বিশ্বখ্যাত বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর এ শহরটিতে অবস্থিত। এখানেই জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়েছিলো। এ শহরেই দুই সপ্তাহ থেকে সর্বোচ্চ এক বছর মেয়াদী ইন্টার্নশিপ করার সুযোগ পেলে কেমন হয়?

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে দুই সপ্তাহ থেকে সর্বোচ্চ এক বছর মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও)। ”ডব্লিউআইপিও ইন্টার্নশিপ রোস্টার-২০২৪ ” এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা সুইজারল্যান্ডের জেনেভায় এই ইন্টার্নশিপ করতে পারবেন।  বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২ জুলাই  ২০২৪।

ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) হল একটি আন্তর্জাতিক সংস্থা যা শিল্প সম্পত্তি (উদ্ভাবন, ট্রেডমার্ক এবং ডিজাইন) এবং কপিরাইটযুক্ত উপকরণ (সাহিত্য, বাদ্যযন্ত্র, ফটোগ্রাফিক এবং অন্যান্য শৈল্পিক কাজ) উভয়ের বিশ্বব্যাপী সুরক্ষা প্রচারের জন্য কাজ করে থাকে। এটি ১৯৭৪ সালে গঠিত হয়েছিল।

ইন্টার্নশিপের ক্ষেত্রসমূহ 
* ল/আইপি ল
* ইকোনমিক্স / স্ট্যাটিসটিক্স
* ইনফরমেশন টেকনোলজি
* টেকনিকাল কোঅপারেশন সার্ভিসেস
* প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন
* অ্যাডমিনিস্ট্রেশন (ফিনান্স, হিউমান রিসোর্সেস, প্রকিউরমেন্ট, প্রোগ্রাম প্ল্যানিং)
* পেটেণ্ট/ট্রেড্মার্ক এক্সামিনেশন
* কপিরাইট
* ট্রান্সলেশন
* কমিউনিকেশনস / কনফারেন্স সার্ভিসেস/ সিকিউরিটি সুইজারল্যান্ডে যত স্কলারশিপ, যেভাবে সুযোগ মিলবে

সুযোগ সুবিধা
* মাসিক উপবৃত্তি হিসেবে ১৫,৭০ সুইস ফ্রাঙ্ক (বাংলাদেশী টাকায় প্রায় ২ লক্ষ ২ হাজার ৫৫১ টাকা) প্রদান করবে।
* রাউন্ড এয়ার টিকিট এবং ভ্রমণ ভাতা প্রদান করবে।
* স্বাস্থ্যবীমা প্রদান করবে।

আবেদনের যোগ্যতা
* বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী হতে হবে।
* স্নাতক ডিগ্রীতে অধ্যয়নরত শিক্ষার্থীকে অবশ্যই তৃতীয় বা চতুর্থ বর্ষের হতে হবে।
* কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র
* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* মোটিভেশন লেটার।
* ভাষা দক্ষতার সনদ।
* সিভি।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com