1. [email protected] : চলো যাই : cholojaai.net
সিলেটের সবুজে ঘেরা সেরা ৫টি রিসোর্ট
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

সিলেটের সবুজে ঘেরা সেরা ৫টি রিসোর্ট

  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০২৪

ব্যাক ইয়ার্ড রিট্রিট

সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জে নুরজাহান টি স্টেটের মাঝের ছড়ায় অবস্থিত এই রিসোর্ট প্রকৃতিপ্রেমীদের জন্য এক দারুণ ডেসটিনেশন। সবুজ চা–বাগান আর ছড়ায় ঘেরা এই রিসোর্ট অন্য জগতে নিয়ে যাবে আপনাকে। তাদের রয়েছে পুল সাইডের দুটি ভিলা ও তিনটি সুপিরিয়র ভিলা। প্রিমিয়াম পুল ভিলাতে সাপ্তাহিক কর্মদিবসে সকালের খাবারসহ প্রতিরাতে গুনতে হবে ৭ হাজার ৮০০ টাকা। এই টাকার অঙ্ক দাঁড়াবে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টসহ ৯ হাজার ৪০০ টাকায় এবং শুক্র ও শনিবার ছুটির দিনে যথাক্রমে ৯ হাজার আর ১০ হাজার ৬০০ টাকায়।
সুপিরিয়র ভিলাতেও একইভাবে সাপ্তাহিক ছুটির দিন ও উইকেন্ডেতে ব্রেকফাস্ট আর তিনবেলা খাবারসহ বিভিন্ন প্যাকেজে ৫ হাজার ৪০০ থেকে ৭ হাজার ৯০০ টাকার মধ্যে থাকতে পারবেন দুজন। লুক আউট নেটে গা এলিয়ে শূন্যে ঝুলে থেকে নীল আকাশ আর দিগন্তজোড়া চা–বাগান দেখার অসাধারণ অনুভূতি পাবেন আপনি এখানে। পরিবেশবান্ধব এই রিসোর্ট নির্মাণে কাঠের নান্দনিক ব্যবহার আপনার দৃষ্টি কাড়বে। ওদের নিজস্ব ক্যাফেতে রয়েছে বিভিন্ন কন্টিনেন্টাল কুইজিন। যাঁরা গাড়ি নিয়ে আসতে চান, তাঁদের জন্য রিসোর্টের ২০০ মিটার দূরত্বে রয়েছে সিকিউরিটিসহ পার্কিংয়ের ব্যবস্থা।

বালিশিরা রিসোর্ট

সিলেটের চা–প্রেমীদের স্বর্গ শ্রীমঙ্গল, মৌলভীবাজার আর রাধানগরে এই ইকো রিসোর্টের অবস্থান। চা পাতার ঘ্রাণে মৌতাত লাগানো এই রিসোর্ট ভ্রমণপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। চলছে নানা ধরনের অফার।

কাপল প্যাকেজ শুরু ৭ হাজার ৯৯৯ (দুজন) টাকা থেকে। ফ্যামিলি প্যাকেজ শুরু ১০ হাজার ৯৯৯ (চারজন) টাকায়। অফার প্যাকেজে থাকবে দুপুরের খাবার, লাইভ বারবিকিউ ডিনার, রাতে থাকা আর বুফে ব্রেকফাস্ট। বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে বিলাসবহুল বিভিন্ন রকমের ভিলা আছে এখানে।

জৈয়িন্তা হিল রিসোর্ট

দূরে ভারতীয় সীমান্তে পাহাড় আর ঝরনার দেখা মেলে, নিচে বিস্তৃত সবুজ সমতল। সীমান্তঘেঁষা এ রিসোর্টের অবস্থান সিলেট শহর থেকে জাফলং যাওয়ার পথে হাতের ডানে। এটা এতই নয়নাভিরাম যে চাইলে যে কেউ আনমনে ঘণ্টার পর ঘণ্টা এখানে কাটিয়ে দিতে পারবেন।

এখানে রয়েছে সীমান্ত ছুঁয়ে বাংলাদেশের শেষ বাড়ি। অনেকেই সেখানে ছবি তুলেন, চেকইন দেন। এখান থেকে খালি চোখে দেখতে পারবেন ভারতের মেঘালয় পাহাড় থেকে বহমান ঝরনাধারা। সুউচ্চ পাহাড়ের পাশে উড়ন্ত মেঘ দেখলে মনে হবে যেন সাদা ধুলার স্তূপ। রিসোর্টের উত্তর পাশটি সম্পূর্ণ ঘিরে রেখেছে ভারতের মেঘালয় পাহাড়ের বেষ্টনী।

শুকতারা ন্যাচার রিট্রিট

সিলেট শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত শুকতারা নেচার রিট্রিট রিসোর্ট। এটি সিলেটের খাদিমনগর এলাকায় অবস্থিত। সিলেট ওসমানী এয়ারপোর্ট থেকে প্রায় আধা ঘণ্টা এবং সিলেট রেলস্টেশন থেকে প্রায় ২০ মিনিটের রাস্তা। পাহাড়ের ওপর বানানো হয়েছে দৃষ্টিনন্দন রিসোর্টটি। একটি রেস্টুরেন্ট, তিনটি হিলভিউ কটেজ, ভেতরের দিকে কিছু কটেজ ও সুইমিং পুলের সঙ্গে একটি কটেজ—এসব স্থাপনা নিয়েই রিসোর্টটি।

তা ছাড়া হিলভিউ কটেজের পাশে একটি খোলা বারান্দা আছে, যেখান থেকে সামনের বিস্তৃত সবুজ পাহাড় দেখা যায়। বারবিকিউয়ের ব্যবস্থাও রয়েছে এখানে। প্রকৃতি ও স্থাপত্য এই দুইয়ের দারুণ এক সমন্বয় দেখা যায় রিসোর্টটিতে। ২ হাজার ৮০০ থেকে ৯ হাজার ৫০০ টাকায় বিভিন্ন মানের রুম ও প্যাকেজের বিস্তারিত রয়েছে তাদের ওয়েবসাইটে।

শান্তিবাড়ি ইকো রিসোর্ট

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের রাধানগরে শান্তিবাড়ি ইকো রিসোর্ট। যান্ত্রিক জীবন থেকে বেশ দূরে শব্দহীন জোনাকি পোকায় আলোকিত রাতের নিস্তব্ধতা প্রাণ ভরে উপভোগ করার অনন্য সুযোগ আছে শান্তিবাড়িতে। এই ইকো রিসোর্ট গড়ে তোলেন ট্যুরিজম বিশেষজ্ঞ তানভীরুল আরেফিন লিংকন।

মজার সব উপাদেয় খাবার পাওয়া যায় এখানকার শান্তি ডাইনে। স্থানীয় অধিবাসীদের সংস্কৃতিকে অতিথিদের মধ্যে তুলে ধরতে এখানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্যের। সর্বনিম্ন ২ হাজার ৭৫০ টাকা খরচ পড়বে জনপ্রতি এই রিসোর্টে। এ ছাড়া তাদের ফেসবুকে যোগাযোগ করে জেনে নিতে পারবেন বিভিন্ন প্যাকেজ সম্পর্কে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com