বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:০০ অপরাহ্ন
Uncategorized

সিকিম বেড়াতে যাবেন?

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

এতদিন শুধু টিকার দু’টি ডোজ নেওয়া থাকলেই পর্যটকরা সিকিমে প্রবেশের অনুমতি পাচ্ছিলেন৷ কিন্তু রাজ্যের পর্যটন ব্যবসাকে চাঙ্গা করতেই বাধ্য হয়ে পর্যটকদের জন্য বিধিনিষেধ শিথিল করল সিকিম সরকার৷

করোনা অনেকটাই নিয়ন্ত্রণে৷ একটানা বাড়িতে বন্দিদশা আর বিধি নিষেধের গেরোয় আটকে যাওয়া জীবন থেকে মুক্তি পেতে অনেকেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ার প্ল্যান সাজিয়ে ফেলেছেন৷ তবে করোনা অতিমরারির মধ্যে ঝক্কি এড়াতে খুব বেশি দূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন না কেউই৷ আর তাই এ রাজ্যের পর্যটকদের কাছে ঘুরতে যাওয়ার সহজ ঠিকানা প্রতিবেশী রাজ্য সিকিম৷

করোনা বিধিনিষেধ শিথিল হওয়ায় ফের পর্যটকদের জন্য সিকিমের দরজা খুলে গিয়েছে৷ কিন্তু তা সত্ত্বেও সিকিমে প্রবেশের অনুমতি পেতে গেলে বেশ কিছু শর্ত মানতে হবে ভিন রাজ্যের পর্যটকদের৷

সিকিম প্রশাসনের তরফে জুলাইয়ের প্রথম সপ্তাহে জানানো হয়েছে, যাঁদের করোনা টিকার দু’টি ডোজই নেওয়া রয়েছে, তাঁদের প্রবেশের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না৷ শুধু চেক পোস্টে টিকা নেওয়ার সার্টিফিকেটটি দেখালেই হবে৷ ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আংশিক টিকাকরণ হয়েছে বা যাঁদের বয়স ১৮ বছরের নীচে, তাঁদেরও সিকিমে প্রবেশের অনুমতি দেওয়া হল৷ তবে এক্ষেত্রে দু’টি শর্ত মানতে হবে৷ প্রথমত, এই ধরনের পর্যটকদের দলে অন্তত দু’ জনের টিকার দু’টি ডোজই নেওয়া থাকতে হবে৷ আর বাকিদের সিকিমে প্রবেশের সর্বাধিক ৭২ ঘণ্টার আগের আটি- পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে৷

সিকিমের বাইরে থেকে কোনও যানবাহন নিয়ে গেলে চালকের টিকার দু’টি ডোজই নেওয়া থাকতে হবে৷ তা না হলে সিকিমে প্রবেশের দিন চালককে ফিরে যেতে হবে৷

এতদিন শুধু টিকার দু’টি ডোজ নেওয়া থাকলেই পর্যটকরা সিকিমে প্রবেশের অনুমতি পাচ্ছিলেন৷ কিন্তু রাজ্যের পর্যটন ব্যবসাকে চাঙ্গা করতেই বাধ্য হয়ে পর্যটকদের জন্য বিধিনিষেধ শিথিল করল সিকিম সরকার৷ সিকিমে সাধারণ সময়ে প্রতি বছর প্রায় ১৪ লক্ষ পর্যটক যেতেন৷ কিন্তু ২০২০ সালে করোনা অতিমারির জেরে তা এক লক্ষে নেমে আসে৷ সিকিমের অর্থনীতি পর্যটন ব্যবসা নির্ভর৷ পর্যটকরা না আসায় রাজ্যের সাধারণ মানুষের একটা বড় অংশের উপার্জনও কার্যত বন্ধ হয়ে যায়৷ রাজ্যের কোষাগারেও বিপুল চাপ পড়ছিল৷ সিকিম সরকারের নতুন এই সিদ্ধান্তে পর্যটকরা যেমন খুশি, সেরকমই পর্যটন ব্যবসা এবং পর্যটকদের উপরে নির্ভরশীল সিকিমের বাসিন্দারাও সুদিন ফেরার আশায় বুক বাঁধছেন৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com