মেঘালয়ের জংলা টিলা ছাপিয়ে দূরের আবছা পাহাড়ের আড়াল ভেদ করে ভারতের মাইনথু নদীটি কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে এ দেশে সারি নদী নামে পরিচিতি পেয়েছে।

ভূমি রূপের কারণে নদীটির পানি কোথাও সবুজ আবার কোথাও পান্না রং ধারণ করে।

শীতের শুরু থেকে গ্রীষ্মের মাঝামাঝি পর্যন্ত নীল স্বচ্ছ পানি চোখে পড়বে সারি নদীতে।

সারি নদী ও লালাখাল নাম ভিন্ন হলেও আসলে একই নদী।

লালাখাল পর্যটনকেন্দ্রটি সারি নদীরই অংশ।

সারিঘাট থেকে নৌকায় লালাখাল হয়ে ভারত সীমান্তের জিরো পয়েন্টে পৌঁছাতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগে।

সারিঘাট থেকে নৌকায় জিরো পয়েন্ট পর্যন্ত ভাড়া প্রায় দুই হাজার টাকা।

শাপলা কিন্তু লাল রঙেরও হয়।

জৈন্তাপুরে রয়েছে লাল শাপলার বিল ও লাল শাপলার লেক।

লাল শাপলার বিল ও লেক আপনাকে দেবে আলাদা আলাদা অভিজ্ঞতা।

সারি নদীর তীরেই আছে লালাখাল চা-বাগান।

সারি নদী, লাল শাপলার বিল দেখে যেতে পারেন লালাখাল চা-বাগান দেখতে।