বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

সাভারে বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

  • আপডেট সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫

ঈদ মানেই উচ্ছ্বাস, ঈদ মানেই আনন্দ। তাই ঈদকে কেন্দ্র করে সাভারের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন বিনোদনপ্রেমীরা।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে সাভারের ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, জাতীয় স্মৃতিসৌধ ও মিনি চিরিয়াখানা এবং যমুনা ফিচার পার্কে বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সাভারের জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমে সকাল থেকেই ভিড় করছিলেন দর্শনার্থীরা। ঈদের দ্বিতীয় দিনে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।

মিরপুর থেকে বেড়াতে আসা মিম আক্তার বলেন, ‘আমি ও আমার স্বামীসহ দুই বোনকে নিয়ে ঈদ উপলক্ষ্যে ফ্যান্টাসিতে বেড়াতে এসেছি। এখানে বাম্পার কার, জুজু ট্রেন, রোলার কোস্টার ও ওয়াটার ওয়াল্ডে অনেক মজা করেছি। অনেক ভালো লাগছে বলে জানান তিনি।

অপরদিকে বন্ধুদের সঙ্গে এসেছেন কলেজছাত্র সজিব হোসেন। তিনি বলেন, আমি মানিকগঞ্জ থেকে এসেছি। আমরা পাঁচজন বন্ধু ফ্যান্টাসিতে বিভিন্ন রাইডে উঠেছি। বন্ধুরা মিলে অনেক মজা করছি।

এ ছাড়া সাভারের জাতীয় স্মৃতিসৌধ, নন্দন পার্ক, মিনি চিরিয়াখানা ও যমুনা ফিচার পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়।

জাতীয় স্মৃতিসৌধে পরিবারের সঙ্গে বেড়াতে এসেছেন অষ্টম শ্রেণি পড়ুয়া আফরোজা সারমিন। সে বলে, আমি গাজীপুর থেকে প্রথমবার পরিবারের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে এসেছি। এখানে বীর মুক্তিযোদ্ধাদের গণকবর, শহীদ বেদী, স্মৃতিসৌধের মিনারসহ অনেক কিছু দেখেছি। যা এতোদিন শুধু বইতে বাংলাদেশের ইতিহাস ও জাতীয় স্মৃতিসৌধের কথা পড়েছি। আজ ঈদের ছুটিতে এসে নিজের চোখে দেখলাম।

এভাবে ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সাভারের বিনোদন কেন্দ্রগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com