বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও তার স্ত্রীর সম্পত্তি কত

  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন শেষে ২০১৯ সালে যখন আছাদুজ্জামান মিয়া অবসরে যান তখন তার স্বীকারোক্তি অনুসারে, তিনি প্রায় পৌনে দুই কোটি টাকা সার্ভিস বেনিফিট পেয়েছিলেন। কিন্তু যে পরিমাণ সম্পদ তিনি গড়েছেন তার প্রকৃত চিত্র এর কিছুই নয়। বাস্তবতা হলো সাবেক এই পুলিশ কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা এর অনেক আগে থেকেই তাদের সম্পদ বাড়িয়ে যাচ্ছিলেন।

আছাদুজ্জামানের পরিবারে তিন সন্তানসহ সদস্য সংখ্যা পাঁচজন। এই পরিবারের রাজধানীর বসুন্ধরা ও নিকুঞ্জ এলাকায় অন্তত দুটি বহুতল ভবন, ঢাকা মহানগর ও সাভারে অন্তত চারটি ফ্ল্যাট এবং ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর ও ফরিদপুরে অন্তত ২০ একর আবাদি ও অনাবাদি জমি রয়েছে। দ্য ডেইলি স্টারের অনুসন্ধানে আরও উঠে এসেছে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে প্রতিষ্ঠিত অন্তত দুটি পরিবহন কোম্পানি ও একটি আইটি ফার্মের মালিকানার সিংহভাগ অংশীদার এই পরিবার।

সুনির্দিষ্ট করে তাদের সম্পত্তির পরিমাণ বলা কঠিন। তবে এই সাবেক পুলিশ কর্মকর্তার পরিবার ও তাদের পাঁচ আত্মীয়ের অন্তত ২০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলছে আনুষ্ঠানিক তদন্ত।

তদন্তের ব্যাপারে জানে দুদকের একটি সূত্র জানিয়েছেন, ‘আছাদুজ্জামান, তার স্ত্রী ও তিন সন্তান এবং তাদের সংশ্লিষ্ট আরও পাঁচজনের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য চেয়ে আমরা বিভিন্ন দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছি।’

গত তিন মাসের বেশি সময় ধরে ডেইলি স্টার আছাদুজ্জামান মিয়া, তার স্ত্রী ও তিন সন্তান এবং তাদের তিনজন নিকটাত্মীয়ের শত শত পৃষ্ঠার ট্যাক্স ফাইল, জমির দলিল এবং অন্যান্য দাপ্তরিক নথি দেখেছে।

তাদের সাম্প্রতিক আয়কর নথি, জমির দলিল এবং দুটি পরিবহন কোম্পানি, একটি আইটি ফার্ম ও একটি স্বর্ণের দোকানের নথি পর্যালোচনা করে দেখা যায়, আছাদুজ্জামানের পরিবার ও তার নিকটাত্মীয়—এই আটজনের সম্পদের পরিমাণ ৫০ কোটি টাকার বেশি।

আছাদুজ্জামান মিয়া, তার স্ত্রী ও তিন সন্তানের সাম্প্রতিক আয়কর ফাইলে সম্মিলিত ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ২৩ কোটি টাকা।

তিন সন্তানের মধ্যে কেবল তাদের বড় ছেলে আসিফ শাহাদাত একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করছেন বলে জানা গেছে। আয়কর পরিশোধ করার পরে তার বার্ষিক বেতন ২৪ লাখ টাকা। অন্য দুজনের মধ্যে ছোট ছেলে আসিফ মাহদীন এখনো যুক্তরাষ্ট্রে পড়ছেন এবং তাদের দ্বিতীয় সন্তান আয়েশা সিদ্দিকা কয়েক বছর আগে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন।

তাদের সর্বশেষ আয়কর ফাইল অনুযায়ী, এই তিন ভাইবোনের সম্মিলিত সম্পত্তির পরিমাণ আট কোটি ১৭ লাখ টাকা।

গত দুই সপ্তাহ ধরে আছাদুজ্জামান মিয়াকে কল করা হলেও তিনি রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপ ও ইমেইলের জবাব দেননি। তবে জুনের শেষের দিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করেন।

তিনি ইরেজি দৈনিককে বলেন, ‘আমরা আয়কর রিটার্নে আমাদের সম্পদের হিসাব দিয়েছি।’

সম্পত্তি নিয়ে লুকোচুরি

দ্য ডেইলি স্টারের অনুসন্ধানে দেখা গেছে যে, এই পরিবার আয়কর ফাইলে তাদের সম্পদের বেশিরভাগ তথ্য গোপন করেছে। বাকিগুলো তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। একের পর এক তারা তাদের সম্পত্তির প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম মূল্য দেখিয়েছে।

উদাহরণ হিসেবে বলা যায়, ২০২২-২৩ করবর্ষে আছাদুজ্জামান নিজের নামে ছয় কোটি এক লাখ টাকার সম্পত্তি আছে বলে ঘোষণা দেন। যদিও তিনি দেখিয়েছেন, তার হাতে নগদ এক কোটি ৬৯ লাখ টাকা আছে, তবে তিনি কোনো ব্যাংক ডিপোজিট দেখাননি।

ডেইলি স্টারের হাতে আসা জমির দলিলে দেখা গেছে, আছাদুজ্জামান তার ছোট ছেলে আসিফ মাহদীনের সঙ্গে যৌথভাবে গাজীপুরের ছোট গোবিন্দপুরে দেড় বিঘা জমি কিনেছেন। কিন্তু তিনি তার আয়কর ফাইলে সেই জমির কথা উল্লেখ করেননি।

আরেকটি বড় দৃষ্টান্ত হলো—তার আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে মাত্র ৫০ হাজার টাকা। তার বিদ্যুৎ বিল দেখানো হয়েছে ৪০ হাজার ৩৪৮ টাকা বা প্রতি মাসে তিন হাজার ৩৬২ টাকা।

তার স্ত্রী আফরোজা জামান (৫৯) একজন গৃহিনী। ২০২৩-২৪ করবর্ষে তিনি আট কোটি ২৪ লাখ টাকার সম্পত্তির মালিক বলে ঘোষণা দেন। আয়কর রিটার্নে তিনিও তার ব্যাংক ডিপোজিটের তথ্য গোপন করেছেন। যদিও ডেইলি স্টারের কাছে থাকা নথিতে দেখা যায়, চলতি বছরের ৩০ জুন কমপক্ষে দুটি ব্যাংকে তার এক কোটি ৫৪ লাখ টাকার বেশি ছিল।

আফরোজা মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান। এই কোম্পানিতে তার চার হাজার (৪০ শতাংশ) শেয়ার রয়েছে। গুলশান চাকা নামে আরেকটি পরিবহন কোম্পানির পরিচালক তিনি। সেখানে তার দুই হাজার (২৫ শতাংশ) শেয়ার রয়েছে। এসব কিছুই তিনি তার ট্যাক্স ফাইলে উল্লেখ করেননি।

রাজধানীর নিকুঞ্জের এই ট্রিপ্লেক্স বাড়িটির মালিক আছাদুজ্জামান মিয়ার ছোট ছেলে আসিফ মাহদিন। ছবি: স্টার

আসাদুজ্জামানের সম্পদ

২০২২-২৩ সালের আয়কর রিটার্নে সাবেক এই পুলিশ কমিশনার তার জন্মস্থান ফরিদপুরসহ, ঢাকার বাড্ডা, সাভার ও রূপগঞ্জে ১৬ একরের বেশি কৃষিজমি দেখান যার বেশিরভাগ উত্তরাধিকারসূত্রে ও ‘হেবা’ জমি এবং আবাসিক প্লট হিসেবে দেখানো হয়।

হঠাৎ ২০১৩ সালে তিনি তার দুই বোন এবং অন্য একজন অজ্ঞাতনামা দাতার কাছ থেকে ‘হেবা’ (উপহার) এর ৬০০ ডেসিমেল বা ছয় একর কৃষিজমি পান। তার কর ফাইল অনুযায়ী ‘হেবা’ জমি ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি ছাড়া অন্য সব জমির ঘোষিত মূল্য ২ কোটি ১৮ লাখ ৩৫ হাজার ১৪০ টাকা।

রিয়েল এস্টেট কোম্পানিগুলোর দুটি সূত্র বলছে যে এই সম্পত্তির বর্তমান মূল্য অনেক বেশি। কমপক্ষে ১০ গুণ বেশি।

১৯৮৮ সালে পুলিশ চাকরিতে যোগ দেওয়া আসাদুজ্জামান মিয়ার সাভারে ৯০ বর্গফুট পার্কিংয়ের পাশাপাশি ১ হাজার ৯১৩ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। ২০২০ সালে অ্যাপার্টমেন্টটি কেনা হয়েছিল এবং তার ট্যাক্স ফাইলে এর মূল্য দেখানো হয়েছে তিন লাখ টাকা, যা প্রতি বর্গফুটে ১৫৬ টাকা।

তার ১ কোটি ৪০ লাখ টাকা বিনিয়োগ রয়েছে (স্টক, ডিবেঞ্চার ইত্যাদি) এবং একটি টয়োটা হ্যারিয়ার রয়েছে যার দাম ৬৮ লাখ টাকা।

আফরোজার সম্পদ

আফরোজা তার স্বামীর চেয়ে ধনী।

২০১১ সাল থেকে মাত্র এক দশকে তিনি ঢাকার জোয়ার সাহারা, রূপগঞ্জের পূর্বাচল, গাজীপুর ও ফরিদপুরে একাধিক জমি কিনেছেন, যার সম্মিলিত দলিল মূল্য দেখানো হয়েছে ২ কোটি ২০ লাখ টাকা।

শুধু ২০১৭-২০১৯ সালেই গাজীপুর ও রূপগঞ্জে ২১০ ডেসিমেল জমি কিনেছেন- নিজের নামে ১০০ ও জোবাইদা বিনতে জাফর নামে এক নারীর সঙ্গে মিলে ১১০ ডেসিমেল জমি কেনেন তিনি। এগুলোর মোট দাম দেখানো হয়েছে ৩৪ লাখ ৯৮ হাজার টাকা বা প্রতি ডেসিমেল ১৬ হাজার ৬৫৬ টাকা।

২০২৩-২৪ আয়কর ফাইল অনুযায়ী তার সম্পদের পরিমাণ ৮ কোটি ২৪ লাখ টাকা, যা এক বছর আগে তার স্বামীর মোট সম্পদের চেয়ে ২ কোটি ২৩ লাখ টাকা বেশি।

সে বছর আফরোজার সাউথইস্ট ব্যাংকে ১ কোটি ৩৯ লাখ ৪২ হাজার ৮১৬ টাকা এবং কৃষি ব্যাংকে ১৫ লাখ ৮ হাজার ৮৪০ টাকা ছিল, কিন্তু তিনি তার ট্যাক্স রিটার্নে তা দেখাননি। ডেইলি স্টারের কাছে দুটি ব্যাংক তার অ্যাকাউন্টের বার্ষিক বিবরণী রয়েছে।

পরিবারের প্রকৃত সম্পত্তি গোপন করতে আফরোজা অন্যান্য কৌশলও কাজে লাগিয়েছেন। এর মধ্যে রয়েছে জমির দলিলে ডাকনাম ব্যবহার করা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্বাক্ষর ব্যবহার করা।

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০১৯ সালে একটি জমির দলিলপত্রে তার স্বামীর নাম ‘মো. মিন্টু মিয়া’ লেখা হয়। স্বজনরা বলছেন, মিন্টু আসাদুজ্জামানের ডাকনাম, তবে সরকারি কাগজপত্রে ডাকনাম ব্যবহারের অনুমতি নেই।

নিজের সম্পত্তি গোপন করার চেষ্টায় তিনি চারটি পৃথক জমির দলিলে নিজেকে ‘আলপনা বেগম’ (আলপনা তার ডাক নাম) এবং তার স্বামীকে ‘মিন্টু মিয়া’ বলে পরিচয় দেন। দ্য ডেইলি স্টার চারটি জমিরই দলিল দেখেছে, যেখানে দেখা যাচ্ছে ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩৯ শতক জমি কিনেছেন তিনি। তার সর্বশেষ ট্যাক্স ফাইলে এই জমির কোনো উল্লেখ নেই।

আরও বেশ কিছু জমির দলিলে দেখা যায় তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্বাক্ষর ব্যবহার করেছেন, কখনো ‘আফরোজা জামান’ কখনো ‘আফরোজা বেগম’ হিসাবে স্বাক্ষর করেছেন। যদিও তার পাসপোর্ট এবং এনআইডি উভয় ক্ষেত্রেই তিনি তার অফিসিয়াল স্বাক্ষর হিসাবে ‘আফরোজা জামান’ ব্যবহার করেছেন।

বসুন্ধরায় একটি স্কুলের জন্য ভাড়া দেওয়া এই ছয়তলা ভবনটির মালিক আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামান। ছবি: স্টার

পরিবহন ও আইটি খাত

আফরোজা এবং তার দুই বড় সন্তান আরজেএসসিতে নিবন্ধিত অন্তত তিনটি কোম্পানিতে সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক। তবে তাদের ট্যাক্স ফাইলে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটিতে সাফায়ার কনসোর্টিয়াম লিমিটেডে তাদের শেয়ারের কথা উল্লেখ করা হয়েছে।

নথিপত্রে দেখা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত সাফায়ার একটি আইটি প্রতিষ্ঠান। যার অফিসিয়াল ঠিকানা আসাদুজ্জামান মিয়ার পরিবারের রমনার ইস্কাটন গার্ডেন রোডে ঠিকানাই।

চেয়ারম্যান হিসেবে আফরোজা ১০ হাজার শেয়ার (৫০%) রেখেছেন এবং আসিফ শাহাদাত এবং আয়েশা সিদ্দিকা পরিচালক হিসেবে প্রত্যেকে চার হাজার করে শেয়ার রেখেছেন। কোম্পানিটির অনুমোদিত মূলধন এক কোটি টাকা যা প্রতিটি ১০০ টাকা দরে ১ লাখ শেয়ারে বিভক্ত। এখন পর্যন্ত কোম্পানিটির ২০ হাজার শেয়ার বিক্রি হয়েছে যার ১৮ হাজারই কিনেছেন এই তিন জন।

২০১৭ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেড ও ২০১৮ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত গুলশান চাকায় বিনিয়োগ করেন আফরোজা ও আসিফ। তাদের রুট পারমিট দেওয়া হয়েছিল যখন আসাদুজ্জামান রুট পারমিট অনুমোদনকারী কমিটির প্রধান ছিলেন তখন।

আফরোজা মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান এবং তার ৪,০০০ শেয়ার রয়েছে। অন্যান্য শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছেন আফরোজার ভাই নুর আলম (১,০০০ শেয়ার) এবং সৎ ভাই হারিছুর রহমান সোহান (১,৫০০ শেয়ার)। আরজেএসসির নথিপত্রে দেখা যায়, গোপালগঞ্জের পরিবহন নেতা মো. কালু শেখ এর ব্যবস্থাপনা পরিচালক এবং তার দুই হাজার শেয়ার রয়েছে।

শেখ হাসিনার পতনের আগে মৌমিতার ব্যানারে সাভার থেকে নারায়ণগঞ্জের মধ্যে অন্তত ১৪০টি বাস চলাচল করত। এই বাসগুলির মধ্যে কতটি কোম্পানির শেয়ারহোল্ডারদের মালিকানাধীন এবং কতটি তৃতীয় পক্ষের তা স্পষ্ট নয়।

এই রুটে তৃতীয় পক্ষের মালিকানাধীন প্রতিটি বাসকে প্রতিদিন পরিবহন লাইনকে দিতে হয় এক হাজার টাকা করে। এই ১৪০টি বাসের সবগুলোই তৃতীয় পক্ষের মালিকানাধীন হলে প্রতিষ্ঠার পর থেকে গত সাত বছরে কমিশন থেকে মৌমিতার আয় হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা।

তবে কমিশনের এই হিসাব পরিবহণ খাতের সূত্র জানিয়েছে এবং ডেইলি স্টার নিশ্চিত করতে পারেনি যে গত ছয়-সাত বছরে প্রতিদিন এই ১৪০টি বাস রাস্তায় চলাচল করেছে।

আফরোজা গুলশান চাকারও চেয়ারম্যান। সেখানে তার দুই হাজার শেয়ার রয়েছে এবং পরিচালক হিসেবে আসিফের আছে এক হাজার শেয়ার।

গুলশান চাকার ব্যানারে রাজধানীর গুলশান এলাকায় অন্তত ৩৮টি বাস চলাচল করে। আবার এটাও পরিষ্কার নয় যে, এসব বাসের কতগুলোর মালিক পরিবহন কোম্পানি নিজে চালাচ্ছে এবং কতগুলোর মালিক অন্য কোনো ব্যক্তি বা কোম্পানি যারা গুলশান চাকার ব্যানার ব্যবহার করছে। বাস মালিকদের সঙ্গে গুলশান চাকার মুনাফার ভাগাভাগিও স্পষ্ট নয়।

হত্যার অভিযোগে বুধবার রাতে গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহেরও বেশি সময় ধরে, ডেইলি স্টার ফোন, হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে আছাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তিনি সাড়া দেননি। গত ১০ ​​সেপ্টেম্বর নিকুঞ্জে তার বাড়িতেও যাওয়া হয়েছিল, কিন্তু তারা কেউ বাড়িতে ছিলেন না।

৩ সেপ্টেম্বর ডেইলি স্টার আছাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের সঙ্গে ফোনে কথা বললে তিনি জানান যে তার স্বামী দেশের বাইরে আছেন, তবে কোথায় আছেন তা জানাননি।

তাদের সম্পত্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কথা বলতে চাই না। আমার স্বামী ‌এটা দেখাশোনা করেন।’

তারপরে তিনি কলটি কেটে দেন এবং পরে আমাদের কল এবং হোয়াটসঅ্যাপ বার্তার উত্তর দেননি। আসিফ শাহাদাত ও আয়েশা সিদ্দিকার ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, অতিরিক্ত আইজিপি হিসেবে আছাদুজ্জামানের অবসর সুবিধা ছিল প্রায় দেড় কোটি টাকা।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সত্যি কথা বলতে, চাকরির সময়কালে একজন সরকারী কর্মকর্তা বেতন দিয়ে পারিবারিক খরচ মেটানোই কঠিন। এই আয় থেকে তাদের একার পক্ষে উল্লেখযোগ্য সম্পদ অর্জনের কোনো উপায় নেই। তবুও, এটি সর্বজনবিদিত যে কিছু কর্মকর্তা নিজের নামে বা অন্য কারও নামে বিভিন্ন খাতে বিনিয়োগ করেন, যেমন শেয়ারবাজার বা রিয়েল এস্টেটে।’

‘প্রশ্ন হলো একজন সরকারি কর্মচারী কীভাবে বিপুল সম্পদের মালিক হয়ে যান? এর উত্তর লুকিয়ে আছে ঘুষ ও দুর্নীতির মধ্যে—সেটা কিকব্যাক, ক্রয় সংক্রান্ত দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারি বা পদোন্নতি ব্যবসার যে কোনো মাধ্যমে হোক।’

তিনি বলেন, ‘বাহিনীর অন্যান্য সদস্যদের কাছে বার্তা পাঠাতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com