শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

সাত বছর পর হজযাত্রী নিয়ে সৌদিতে ইয়েমেনের বিমান

  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩

দীর্ঘ সাত বছর পর ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের উদ্দেশে একটি বাণিজ্যিক ফ্লাইট ছেড়ে গেছে। এই বিমানে করে ২৭৭ জন ইয়েমেনি সৌদি আরবে হজ করতে গেছেন।

২০১৬ সালের পর এই প্রথম সানা থেকে সৌদি আরবে কোনো ফ্লাইট গেল।

যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক উদ্যোগের আওতায় বিমান চলাচল শুরু হয়েছে দুই দেশের মধ্যে। ২০১৫ সাল থেকে ইয়েমেনে আগ্রাসন শুরু করে সৌদি আরব। এ কারণেই বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

একটি সূত্র জানিয়েছে,আজ সোমবার ও পরদিন মঙ্গলবার আরো দুটি ফ্লাইট সানা থেকে সৌদির উদ্দেশে ছেড়ে যাবে।

ইয়েমেন হচ্ছে সৌদি আরবের একটি দরিদ্র মুসলিম প্রতিবেশী দেশ। যুদ্ধের কারণের সেদেশের মানুষ এখন নানা সংকটে ভুগছে।

সম্প্রতি যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক তৎপরতা বেড়েছে। এরই অংশ হিসেবে কিছু দিন আগে ওমানের একটি প্রতিনিধিদল ইয়েমেনের রাজধানী সানা সফর করেছে।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ’র নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী রাজধানী সানাসহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করছে। সংগঠনটির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com