সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

সাজেক এর হোটেল রেসোর্ট

  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সাজেকের বেস্ট রিসোর্ট গুলোর একটি রিসোর্ট রুংরাং। রিসোর্টে বসেই দিগন্তজোড়া সারি সারি পাহাড় এবং মেঘের উড়োউড়ি দেখার জন্য আদর্শ। নান্দ্যনিক ইন্টেরিওর ডিজাইনে সাজানো এই রিসোর্টে আছে ৪টি ডাবল এবং ৪টি কাপল রুম। ছুটির দিনে ডাবল বেড রুম ভাড়া ৩৫০০ টাকা এবং কাপল ২৮০০ টাকা। অন্য সকল দিনে ডাবল বেড রুম ভাড়া ২৮০০ এবং কাপল ২০০০ টাকা। রুংরাং রিসোর্ট ভ্রমণ গাইড ব্যবহারকারীদের জন্যে দিচ্ছে রুম বুকিং এ ৫-১০% ডিসকাউন্ট সুবিধা। রুম বুকিং এর সময় রেফারেন্স হিসেবে আপনি ভ্রমণ গাইড ব্যবহারকারী বলুন আর উপভোগ করুন এই স্পেশাল অফার। বুকিং এর জন্যে যোগাযোগ নাম্বার: 01884-710 72301869-649 817

সাজেক রিসোর্ট (Sajek Resort) : বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত রিসোর্ট সাজেক রিসোর্ট। এই আর নন এসি রুম গুলোর ভাড়া ১০,০০০ – ১৫,০০০ টাকা। আছে খাবারে ব্যবস্থা। সেনাবাহিনিতে কর্মরত বা প্রথম শ্রেনীর সরকারি কর্মকর্তাদের জন্যে ডিসকাউন্ট রয়েছে। যোগাযোগ করতে পারেন এই নাম্বারেঃ 01859-025694 / 01847-070395 / 01769-302370

মেঘ মাচাং (Megh Machang) : সুন্দর ভিউ ও তুলনামূলক কম খরচে থাকার জন্যে মেঘ মাচাং রিসোর্ট অনেকের পছন্দ। আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। মেঘ মাচাং-এ পাঁচটি কটেজ আছে । ভাড়া ২৫০০-৩৫০০ টাকা। যোগাযোগঃ 01822-168877, ফেসবুক পেইজ

মেঘ পুঞ্জি রিসোর্ট (Meghpunji Resort) : সুন্দর ইকো ডেকোরেশনের ও আকর্ষণীয় ল্যান্ডস্কেপিক ভিউ সহ মেঘপুঞ্জিতে আছে ৪টি কটেজ, প্রতিটিতে ৩-৪ জন থাকা যাবে। ভাড়া ২৫০০-৩৫০০ টাকা। যোগাযোগঃ 01815-761065, ফেসবুক পেইজ

রুন্ময় রিসোর্ট (Runmoy Resort) : মোট ৫ টি রুম আছে। প্রতিটি কক্ষে ২ জন থাকতে পারবেন। নিচ তলার রুম ভাড়া ৪৪৫০ টাকা। প্রতিটি কক্ষে ২ জন থাকতে পারবেন। ৬০০ টাকা দিয়ে অতিরিক্ত বেড নিতে পারবেন। উপরের তলায় দুইটি কক্ষ আছে ভাড়া ৪৯৫০ টাকা। প্রতিটি কক্ষে দুই জন থাকতে পারবেন। এটাতেও ৬০০ টাকা দিয়ে অতিরিক্ত বেড নিতে পারবেন। যোগাযোগ: 0186547688

লুসাই কটেজ (TGB Lushai Cottage) : কাপল রুম, ডাবল বেড সহ আছে থাকা খাওয়ার ব্যবস্থা। সুন্দর ডেকোরেশন ও ভালো ল্যান্ডস্কেপিক ভিউয়ের এই কটেজের রুমের ভাড়া ২০০০-৩০০০ টাকা। যোগাযোগঃ 01634-198005, ফেসবুক পেইজ

জুমঘর ইকো রিসোর্ট (Jumghor Eco Resort) : থাকার জন্যে কাপল রুম এবং শেয়ার রুম দুটাই আছে। কটেজ প্রতি ভাড়া ২০০০-৩০০০ টাকা। যোগাযোগঃ 01884-208060, ফেসবুক পেইজ

আলো রিসোর্ট (Alo Resort) : সাজেকের একটু আগে রুইলুই পাড়ায়। ৬ টি রুমের মধ্যে ডাবল রুম ৪ টি (২টি বেড)। ভাড়া ৮০০-১৫০০ টাকা। যোগাযোগঃ 01841-000645, ফেসবুক পেইজ

Jhi Jhi Pokar Bari (ঝিঁ ঝিঁ পোকার বাড়ি) : ৪ রুমের এই কটেজে রুম প্রতি ভাড়া ২০০০-২৫০০ টাকা। যোগাযোগঃ 01869-157666, ফেসবুক পেইজ

রক প্যারাডাইজ কটেজ (Rock Paradise) : আছে ৪, ৬, ৮ জন থাকার কটেজ। ভাড়া ২৫০০ থেকে ৫০০০ টাকা। যোগাযোগঃ 01842-380234, ফেসবুক পেইজ

অবকাশ ইকো কটেজ (Abakash Eco Cottage) : ৩তলা কটেজের গ্রাউন্ড ফ্লোরে রুম ভাড়া ২৫০০টাকা, দ্বিতীয় ও তৃতীয় তলায় ভাড়া ৩০০০টাকা। প্রতি রুমে ডাবল বেডে ৪জন থাকা যাবে। যোগাযোগঃ 01844-172492, ফেসবুক পেইজ

মেঘালয় রিসোর্ট (Meghaloy Resort) : ৬টি রুমের এই রিসোর্টে ডাবলবেডে ৪ জন থাকার রুম ভাড়া ২৫০০ টাকা। যোগাযোগঃ 01611-080962, ফেসবুক পেইজ

ম্যাডভেঞ্চার রিসোর্ট (Madventure Resort) : কাপল রুম সিঙ্গেল বেড ২৫০০ টাকা, ডাবল বেড- ৩০০০ টাকা। যোগাযোগ 01885-424242, ফেসবুক পেইজ

রুলুই রিসোর্ট (Rului Resort) : সুন্দর ডেকোরশন ও ল্যান্ডস্কেপিক ভিউয়ের এই রিসোর্টে থাকতে খরচ হবে ২৫০০-৪০০০ টাকা। যোগাযোগঃ 01632 030000, ফেসবুক পেইজ

সারা নীলকুটির (Sara Neelkutir) : ৫রুমের এই রিসোর্টে প্রতি রুমে ডাবল বেডের ভাড়া ২৫০০-৩০০০ টাকা। যোগাযোগঃ 01873-249470, ফেসবুক পেইজ

দার্জেলিং রিসোর্ট (Darjeelig Resort) : ভাড়া ১৫০০-২০০০ টাকা। যোগাযোগঃ 01829-919786, ফেসবুক পেইজ

এভারেস্ট রিসোর্ট (Everest Resort) : ভাড়া ২৫০০-৩০০০ টাকা। যোগাযোগঃ 01644-698081, ফেসবুক পেইজ

রয়েল সাজেক রিসোর্ট (Royel Sajek Resort) : ডাবল বেডের রুম ভাড়া ২০০০-৩০০০টাকা। যোগাযোগঃ 01840477976, ফেসবুক পেইজ

সাম্প্রাই রিসোর্ট (Sampari Resort) : হানিমুন, কাপল, ফ্যামিলি বিভিন্ন ধরণের রুমের জন্যে ভাড়া ২০০০-৩৫০০ টাকা। যোগাযোগঃ 01835-538083, ফেসবুক পেইজ

সাজেক হিল ভিউ রিসোর্ট (Sajek Hill View Resort ) : ডাবল বেডের রুম ভাড়া ২০০০-২৫০০ টাকা, ফ্যামিলি সাইজ বেড রুম ভাড়া ১৮০০-২৫০০ টাকা। যোগাযোগঃ 01878-745843, ফেসবুক পেইজ

মৈত্রি রিসোর্ট ( Maitree Hotel & Resort) : ডাবল বেডে সহ রুম ভাড়া ২৫০০-৩০০০ টাকা। যোগাযোগঃ 01681-637836, ফেসবুক পেইজ

মেঘ বিলাস রিসোর্ট (Megh Bilash Resort) : যোগাযোগঃ 01869104000, ফেসবুক পেইজ

জলবুক কটেজ (Jolbok Resort) : ভাড়া ২০০০-২৫০০ টাকা । যোগাযোগঃ 01820-180750/ 01558-180750

আদিবাসী ঘর : এ ছাড়া আরও কম খরচে থাকতে চাইলে আদিবাসিদের ঘরেও থাকতে পারবেন। জনপ্রতি ২০০-৩০০ টাকায় থাকা যাবে। ফ্যামিলি বা কাপল থাকার জন্যে আদর্শ না হলেও বন্ধু বান্ধব মিলে একসাথে থাকা যাবে।

(উপরে রিসোর্ট এবং কটেজের রেগুলার ভাড়ার পরিমাণ উল্লেখ করা হয়েছে। শুক্র-শনিবার, ঈদ এবং বিভিন্ন বিশেষ ছুটির দিন ইত্যাদি সময়ভেধে ভাড়ার পরিমাণ কমবেশি হতে পারে। আবার অনেক সময় পর্যটকের আনাগোনা কম থাকলে রিসোর্টগুলোতে কিছুটা ছাড়ের সুবিধা পাওয়া যায় তবে সকলক্ষেত্রে রিসোর্ট বা কটেজ ঠিক করতে একটু দরদাম করে নেওয়া ভাল।)

সাজেক ভ্রমণ খরচ:

সাজেক ভ্রমণ খরচ মূলত নির্ভর করবে আপনি কতটা পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবেন তার উপর। আপনি যদি নিজের আরাম কিছুটা বিষর্জন দিয়ে ভ্রমণকে প্রাধান্য দেন তবে খরচ আপনার নাগালের মধ্যেই থাকবে। চলুন এক নজরে ঢাকা থেকে সাজেক ভ্রমণের খরচ সম্পর্কে কিছুটা ধারণা নেয়া যাক।

ঢাকা থেকে শান্তি পরিবহন বাসে সরাসরি দীঘিনালায় যাওয়া আসার ভাড়া ৫৮০*২= ১,১৬০ টাকা।
যাওয়া আসা সহ দুইদিনের জন্যে চান্দের গাড়ির ভাড়া = ৮,০০০ টাকা।
থাকার জন্য রিসোর্ট বা কটেজের ভাড়া = ২০০০ টাকা।
খাওয়া দাওয়া প্রতি বেলা = ১০০ থেকে ২০০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com