শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

সাকলায়েনের জন্য খারাপ লাগছে পরীমণির

  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪

আবারও আলোচনায় ঢাকাই চিত্রনায়িকা প‌রীম‌ণি। কারণ, এই চিত্রনায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে চাকরি হারাতে চলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ‌্যতামূলক অবসর দিতে পিএস‌সির কাছে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরই মধ্যে সাকলায়েনের চাকরি হারানো প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন পরীমণি। যদিও এ বিষয়ে কথা বলতে একরকম নারাজ ছিলেন এই চিত্রনায়িকা। তার কথায়, ‘বিষয়টি যদি ব্যক্তিগত পর্যায়ে আসে, তখন আমি কথা বলব। এখনও মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে।’

তবে সাকলায়েনের সঙ্গে পরীমণির কী সম্পর্ক, তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি এই চিত্রনায়িকা। পরীর কথায়, ‘আমাকে রিমান্ডে কী করেছে, এটাও কেউ কখনও জানতে চায়নি, তাই আমি এটা (এই সম্পর্ক) নিয়েও কথা বলব না।’

এ সময় সাকলায়েনের পক্ষে দাঁড়িয়ে পরীমণি বলেন, ‘সাকলায়েনের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রোশের শিকার। প্রেম-ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আমার মনে হয়, সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার।’

সাকলায়েনের চাকরি হারানো প্রসঙ্গে পরীমণি বলেন, ‘নিঃসন্দেহে সাকলায়েন একজন ট্যালেন্ট ও সফল মানুষ, ওর পেছনেও অনেকে হয়তো লেগেছিল। তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত। এটা খুবই অন্যায় হয়েছে। সাকলায়েনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে।’

এর আগে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে এ সকল সমসাময়িক আলোচনাকে আরও চাউর করে দেন পরীমণি। মঙ্গলবার দুপুরে দেওয়া ওই ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা লেখেন, ‘বাই বাই রাসেলস ভাইপার।’ তবে কাকে ‘রাসেলস ভাইপার’ বলে বিদায় জানালেন নায়িকা, তা অবশ্য তিনি নির্দিষ্ট করে বলেননি।

যদিও পরীমণি ওই ফেসবুক পোস্টের মন্তব্য ঘর বন্ধ রাখেন। তবে নেটিজেনরা ধারণা করছেন, তার এই পোস্ট সামাজিক মাধ্যমে চলমান ইস্যুকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com