বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

সাইফ্রাস

  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

ভূমধ্যসাগরের মধ্যে ছোট্ট একটি দ্বীপ সাইফ্রাস। দেশটির সরকারি নাম রিপাবলিক অব সাইফ্রাস। সাইফ্রাস দুই ভাগে বিভক্ত। একটি তুকিং সাইফ্রাস এবং অপরটি গ্রিক সাইফ্রাস। দেশটির আয়তন ৯ হাজার ২৫১ কিঃ মিঃ। দেশটির জনসংখ্যা মাত্র ১৩ লাখ। দেশটির সরকারি ভাষা গ্রীক ও তুর্কি। তবে দেশটিতে ইংরেজী ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

দেশটির প্রায় ৫৮ শতাংশ মানুষ খৃষ্ট ধর্মে বিশ^াস করে এবং ২০ শতাংশ মানুষ মুসলমান। সাইফ্রাসের রাজধানী এবং বৃহত্তম শহর নিকোশিয়া। দেশটির ঠিক মাঝখানে নিকোশিয়া অবস্থিত।

এখানকার আবহাওয়া সাধারনত গরম এবং শুষ্ক। নভেম্বর থেকে মার্চ শীতকাল। শীতের মৌসুমে এখানে যথেষ্ট বৃষ্টিপাত হয়। আর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখানকার আবহাওয়া শুষ্ক থাকে। দেশটির আয়ের প্রধান উৎস পর্যটন। সাইপ্রাস গড়ে প্রতিবছর ২৫ লাখ বিদেশী পর্যটক বেড়াতে আসে। তাইতো গড়ে উঠেছে হোটেল এবং বিলাসবহুল বাড়ী। সাইফ্রাসের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে সাইপ্রিয়ট অর্থোডাক্স চার্চ।

সাইফ্রাস সুগন্ধি উৎপাদনে প্রসিদ্ধ। সাইফ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য। সাইফ্রাস অর্থনীতি মূলত কৃষি নির্ভর। তবে দেশটির অর্থনীতিতে পর্যটন খাতের বিশেষ ভূমিকা রয়েছে। দেশটির সরকারি মুদ্রা ইউরো। দেশটির মোট জিডিপি ২৫ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ২৯ হাজার মার্কিন ডলার।

সাইফ্রাস সুন্দর একটি দেশ।বেশ কিছু সুন্দর সুন্দর সি বিচ রয়েছে দেশটিতে। তাইতো সারা বছরই বিচে পর্যটকদের ভিড় লেগেই থাকে। ভ্রমনের জন্য দেশটি পর্যটকদের কাছে খুবই প্রিয়।

ভূমধ্যসাগরের মধ্যে ছোট্ট একটি দ্বীপ সাইফ্রাস। দেশটির সরকারি নাম রিপাবলিক অব সাইফ্রাস। সাইফ্রাস দুই ভাগে বিভক্ত। একটি তুকিং সাইফ্রাস এবং অপরটি গ্রিক সাইফ্রাস। দেশটির আয়তন ৯ হাজার ২৫১ কিঃ মিঃ। দেশটির জনসংখ্যা মাত্র ১৩ লাখ। দেশটির সরকারি ভাষা গ্রীক ও তুর্কি। তবে দেশটিতে ইংরেজী ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

দেশটির প্রায় ৫৮ শতাংশ মানুষ খৃষ্ট ধর্মে বিশ^াস করে এবং ২০ শতাংশ মানুষ মুসলমান। সাইফ্রাসের রাজধানী এবং বৃহত্তম শহর নিকোশিয়া। দেশটির ঠিক মাঝখানে নিকোশিয়া অবস্থিত।

এখানকার আবহাওয়া সাধারনত গরম এবং শুষ্ক। নভেম্বর থেকে মার্চ শীতকাল। শীতের মৌসুমে এখানে যথেষ্ট বৃষ্টিপাত হয়। আর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখানকার আবহাওয়া শুষ্ক থাকে। দেশটির আয়ের প্রধান উৎস পর্যটন। সাইপ্রাস গড়ে প্রতিবছর ২৫ লাখ বিদেশী পর্যটক বেড়াতে আসে। তাইতো গড়ে উঠেছে হোটেল এবং বিলাসবহুল বাড়ী। সাইফ্রাসের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে সাইপ্রিয়ট অর্থোডাক্স চার্চ।

সাইফ্রাস সুগন্ধি উৎপাদনে প্রসিদ্ধ। সাইফ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য। সাইফ্রাস অর্থনীতি মূলত কৃষি নির্ভর। তবে দেশটির অর্থনীতিতে পর্যটন খাতের বিশেষ ভূমিকা রয়েছে। দেশটির সরকারি মুদ্রা ইউরো। দেশটির মোট জিডিপি ২৫ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ২৯ হাজার মার্কিন ডলার।

সাইফ্রাস সুন্দর একটি দেশ।বেশ কিছু সুন্দর সুন্দর সি বিচ রয়েছে দেশটিতে। তাইতো সারা বছরই বিচে পর্যটকদের ভিড় লেগেই থাকে। ভ্রমনের জন্য দেশটি পর্যটকদের কাছে খুবই প্রিয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com