বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:১১ অপরাহ্ন

সস্তায় দার্জিলিং ভ্রমণ

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

পাহাড়ের টানে বছরের বিভিন্ন সময় পর্যটকদের দার্জিলিং (Darjeeling) সহ বিভিন্ন জায়গা ঘুরতে যেতে দেখা যায়। তবে পর্যটকদের পাহাড় ভ্রমণের ক্ষেত্রে গাড়ি ভাড়াতেই প্রচুর টাকা খরচ করতে হয়। বিশেষ করে নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP) থেকে দার্জিলিং যাওয়ার জন্য চার চাকা গাড়ির ক্ষেত্রেই সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা খরচ করতে হয়। সেই জায়গায় এবার সস্তায় দার্জিলিং পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC)।

যারা একসঙ্গে ১৮ থেকে ২৫ জন মত পর্যটক পাহাড় ভ্রমণের জন্য যান তাদের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা খরচ অর্ধেক করে দিচ্ছে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে তাদের তরফ থেকে। এর জন্য পর্যটকরা পুরো বাস বুকিং করে নিতে পারবেন।

পুরো বাস বুকিং করার জন্য TNCBT বুকিং কাউন্টার থেকে বুকিং করা যেতে পারে। এছাড়াও অনলাইনে বুকিং করা যেতে পারে www.nbstc.in ওয়েবসাইট থেকে। এর পাশাপাশি পর্যটকরা চাইলে 9046853300 নম্বরে ফোন করে রিজার্ভেশন অফিসারের সঙ্গে কথা বলেও বুকিং করতে পারবেন। বুকিংয়ের সময় পুরো টাকা মিটিয়ে দিতে হবে। বাসে জায়গা অনুযায়ী লাগেজের বন্দোবস্ত করবে কর্তৃপক্ষ। বুকিং করার পাশাপাশি বুকিং বাতিল করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে যা বুকিং করার সময় জেনে নেওয়া দরকার।

এনজিপি থেকে দার্জিলিং, মিরিক সহ বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি ওই সকল জায়গা থেকে এনজিপি আসারও বন্দোবস্ত রয়েছে। আবার বাগডোগরা থেকেও বিভিন্ন জায়গায় যাওয়া এবং আসার ব্যবস্থা রয়েছে। পর্যটকরা চাইলে যাওয়া এবং আসা দুই ক্ষেত্রেরই বুকিং করতে পারবেন। এখন আসা যাক ভাড়া প্রসঙ্গে।

শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য ২৫ সিটের একটি বাসের ভাড়া পড়বে ৭২৫৪ টাকা। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের ভাড়া ৬৮০০ টাকা। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের ভাড়া ৭৬৭৮ টাকা। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং গোটা বাসের ভাড়া পড়বে ৮২৬০ টাকা, নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াং ভাড়া ৭০০০ টাকা, নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং ভাড়া ৮৬৮৪ টাকা। ২০ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই পরিষেবা চালু হচ্ছে বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com