দেশে প্রয়োজনীয় সংখ্যক অ্যাকচুয়ারি সৃষ্টির লক্ষ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ব্রিটেনে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ও অ্যাকচুয়ারিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বিমা শাখা)। বাংলাদেশিরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৫।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত বৃত্তি দেওয়া হচ্ছে। দেশে বিমা শিল্পের জন্য ডিগ্রিধারী একচুয়ারির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এ স্কলারশিপ দেওয়া হচ্ছে। বাংলাদেশি নাগরিকদের নিকট কয়েকটি শর্তে ও নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
আবেদনের শর্তাবলি
*যুক্তরাজ্যের Institute and Faculty of Actuaries, UK (IF০A UK ), Society of Actuaries, USA (SoA-USA) বা অন্য কোনো দেশের সমমানের প্রতিষ্ঠানে নিবন্ধন করে বিষয়ভিত্তিক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন;
*আবেদনকারী বিষয়ভিত্তিক পরীক্ষায় নিবন্ধনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন ফি সংক্রান্ত ইনভয়েজ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবরে পাঠানোর পর এ সংক্রান্ত অর্থ পরিশোধ করা হবে;
*IF০A UK, SoA USA বা সমমানের কোনো সোসাইটিতে ১ বিষয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর ৫ বছর পর্যন্ত ‘অ্যাকচুয়ারিয়াল সায়েন্স স্কলারশিপ তহবিল’-এর অর্থায়নে এক বিষয়ে সর্বোচ্চ ২ বার বিষয়ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার পরও যদি কোনো বিষয়ে কৃতকার্য না হোন, এ ক্ষেত্রে নিজ খরচে তৃতীয়বার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তৃতীয়বারের পরীক্ষায় অংশগ্রহণপূর্বক কৃতকার্য শিক্ষার্থীর পরীক্ষার ফি উক্ত তহবিল থেকে পরবর্তীতে পুন:ভরণ করা হবে। তবে কোনো অবস্থাতেই চতুর্থবার কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ‘অ্যাকচুয়ারিয়াল সায়েন্স স্কলারশিপ তহবিল’ হতে বৃত্তি প্রদান করা হবে না;
*সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সরকারি প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিমা কোম্পানিতে (লাইফ/নন-লাইফ) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তবে প্রার্থীরা চাইলে আবেদনের অগ্রিম কপি নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে পারবেন;
প্রয়োজনীয় নথিপত্র
আগ্রহী প্রার্থীদের আবেদন ফরমের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে—
*সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
*শিক্ষাগত যোগ্যতার সব সনদ;
*পরীক্ষার মার্কশিট/গ্রেড পয়েন্টের সত্যায়িত কপি;
*জাতীয় পরিচয়পত্রের কপি;
*পাসপোর্টের সত্যায়িত কপি;
*টোয়েফল, আইইএলটিএস (একাডেমিক) পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি;
*IFoA, SoA USA বা সমমানের প্রতিষ্ঠান হতে মডিউলভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণের প্রমাণসহ আবেদনপত্র;
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণের পর সঙ্গে দরকারি কাগজপত্র সংযুক্ত করে রেজিস্টার্ড ডাকযোগে বা সরাসরি নির্ধারিত সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় হার্ডকপি জমা দিতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা;
হার্ডকপি জমা দেওয়ার ঠিকানা ও স্কলারশিপ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।