সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

সরকারিভাবে রাশিয়ায় যাওয়ার সুযোগ, বেতন সর্বোচ্চ ৬৫ হাজার

  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) রাশিয়ায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে ২১ ক্যাটাগরিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের আগামী ২২ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।
কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা

পদসংখ্যা: ১১ ক্যাটাগরির পদে মোট ৮৮১ জনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন: আনুমানিক মাসিক সর্বনিম্ন বেতন ৪৬ হাজার টাকা এবং সর্বোচ্চ ৬৫ হাজার টাকা। প্রতিটি পদের জন্য বেতন ভিন্ন ভিন্ন।

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে অবশ্যই ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

চাকরির শর্ত
১. প্রার্থীকে অবশ্যই রাশিয়ান অথবা ইংরেজিতে কথা বলা জানতে হবে;
২. চাকরি ১ বছরের জন্য চুক্তিভিত্তিক, তবে নবায়নযোগ্য;
৩. শিক্ষাণবিশকাল ৩ মাস;
৪. কাজের সময় প্রতিদিন ৮ ঘণ্টা, সপ্তাহে ৬দিন (ওভারটাইম কোম্পানির নিয়ম অনুযায়ী);
৫. প্রয়োজনীয় আসবাবসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহন ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে;
৬. প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি দেবে;
৭. কর্ম দিবসে দুই বেলা খাবার কোম্পানি দেবে;
৮. চাকরিতে যোগ দেওয়ার বিমানভাড়া এবং চাকরি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে, যা পর্যায়ক্রমে কর্মীর বেতন থেকে সমন্বয় করা হবে;
৯. অন্যান্য শর্ত রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

ফি: নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ১ থেকে ১০ নং পদের জন্য ৭০,০০০ এবং ১১ নং পদের জন্য ৫৬,০০০ টাকা, মেডিক্যাল ফি ২০০০ টাকা, ভিসা স্ট্যাম্পিং ফি ৯,৮০০ টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ফি প্রদান করতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সুদান ফেরতদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি ও অন্যান্য তথ্য পূরণ করে বোয়েসেলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আরও বিস্তারিত জানতে কিজ্ঞপ্তিটি দেখুন এখানে। আবেদন ফরমের জন্য এখানে ক্লিক করুন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com