ছুটি পেলেই ভ্রমনের নেশায় বেরিয়ে পড়ি দেশে বা বিদেশে। বাঙালী ভ্রমনপ্রিয় জাতি। তারা ভ্রমন করতে খুব ভালোবাসে। কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, সেন্টমার্টিন, সিলেট, সুন্দরবন এমনকি ১দিনের ছুটি পেলেই মানুষ এখন ঘুরে বেড়ায় ঢাকার আশেপাশের কোন রিসোর্টে বা পর্যটন কেন্দ্রে।
দেশে এখন নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠছে। তৈরী হচ্ছে নতুন নতুন রিসোর্ট, ইকোপার্ক। কেউবা পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছে। কেউবা বন্ধুদের বা প্রিয়জনকে নিয়ে ঘুরতে যাচ্ছে। আবার কেউবা যাচ্ছে অচেনা ফেসবুক গ্রæপের সাথে বেড়াতে গিয়েই একজন আর একজনের সাথে পরিচিত হচ্ছে।
মেয়েরাও পিছিয়ে নেই। তারাও দল তৈরী করছে নিজেরাই।
তরুণরা বেড়াতে বেড়াতে বেরিয়ে খুজে বের করছে বান্দরবানের ভেতরে নাসা গ্রæপের মতো অদ্ভুত সুন্দর ঝরনা কিংবা সিলেটের রাতারগুলের মতো অসংখ্য জলজ বন। ভ্রমন পিপাসু যেমন আছে, তেমনি বিভিন্ন শ্রেনী পেশার বিভিন্ন বয়সের মানুষ। শুধুমাত্র দেশেই নয় পাশের দেশে ভারতেও যাচ্ছেন অনেকে বেড়াতে। আবার অনেকেই যাচ্ছেন নেপাল, ভূটান, মালদ্বীপ, মালয়েশিয়া ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুর। তাই ভ্রমন পিপাসুদের পদচারনা এখন সবখানে।
জীবনে ব্যস্ততা থাকবেই। শুধুমাত্র নতুন নতুন জায়গায় বেড়াতে গেলেই আপনাকে দিতে পারে চরম আনন্দ। জীবনকে বর্ণিল করতে তাই কাছে কিংবা দূরে বেরিয়ে পড়ুন বেড়াতে। আপনার ভ্রমন আনন্দদায়ক করতে আমরা আপনার পাশে থাকবো সারাক্ষন। তাই ভ্রমনে আপনার ভ্রমন সঙ্গি হোক “চলো যাই”।
আপনার শুভ কামনায়
বিশ্বাস ফজলুল হক
সম্পাদক চলো যাই